Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘দ্য কাশ্মীর ফাইলসে’র প্রশংসার ‘পুরস্কার’! বিবেক অগ্নিহোত্রীর পরের ছবিতে ডাক পেলেন কঙ্গনা

ইতিমধ্যেই বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Vivek Agnihotri And Kangana Ranaut To Collaborate After Blockbuster The Kashmir Files | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 19, 2022 2:17 pm
  • Updated:March 19, 2022 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি এখন টক অফ দ্য টাউন। দেশের বেশিরভাগ মানুষই ‘ দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বলিউডের প্রায় সব তারকাই ‘দ্য  কাশ্মীর ফাইলস’ ছবিকে ভূয়সী প্রশংসা করেছেন। তবে সবার থেকে এ ব্যাপারে এগিয়ে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত! (Kangana Ranaut)

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি মুক্তির পর থেকেই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কখনও ছবির বক্স অফিস রিপোর্ট প্রকাশ করে সঞ্জয়লীলা বনশালি, করণ জোহরকে এক হাত নিয়েছেন, কখনও আবার বলিউডের এ লিস্ট তারকাদের কটাক্ষও করেছেন কঙ্গনা।

Advertisement

তবে এবার নতুন খবর হল, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত। জানা গিয়েছে, বিবেকের সঙ্গে নাকি বহুবার ছবি নিয়ে বৈঠকেও বসেছেন কঙ্গনা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, বিবেকের এই ছবির প্রযোজনার দায়িত্বেও নাকি থাকছেন কঙ্গনা রানাউত নিজেই।

Kangana Ranaut's statement on Hijab Controversy

[আরও পড়ুন: ‘ফিল্মফেয়ার বাংলা’র মঞ্চে সেরা ছবি কোনটি? সেরা অভিনেতা কারা? রইল তালিকা]

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ১০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে। সম্প্রতি কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির প্রশংসা করে লিখেছেন, ‘এটা সিনেমা নয়, এক শিল্পীর ভাবনা। আর এই ব্যবসার থেকে অর্জিত অর্থ আসলে দেশবাসীর অশ্রু।’

উল্লেখ্য, ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মকুব করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।

Actress Kangana Ranaut trolled for her bathtub post, deleted the picture!

এর মধ্যেই  ছবিটির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কারণে এই ছবি সকলের দেখা উচিত। এর পরেই সেই নির্দেশ পালনে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিজেও ছবিটি দেখেন তিনি। টুইট করে ছবির প্রশংসা করেন। ছবির পরিচালক বিবেকও পালটা টুইট করে ধন্যবাদ জানান হিমন্তকে।

[আরও পড়ুন: গুজরাট দাঙ্গা নিয়ে ছবি করতে চান, মোদির কাছে বিশেষ আরজি পরিচালকের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement