Advertisement
Advertisement
Vishnu Vishal Jwala Gutta

রণবীর সিংকে অনুসরণ, নগ্ন ফটোশুট করে তাক লাগালেন জ্বালা গুট্টার স্বামী

সম্প্রতি নগ্ন ফটোশুট করেন রণবীর সিং।

Vishnu Vishal joins 'the trend' and poses nude as wife Jwala Gutta turns photographer । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2022 11:00 am
  • Updated:July 24, 2022 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে আরও একবার স্বতন্ত্রতার পরিচয় দিয়েছেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। তা নিয়ে চলছে তুমুল চর্চা। এবার রণবীরকে অনুসরণ করে প্রায় একইরকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জনপ্রিয় তামিল অভিনেতা বিষ্ণু বিশাল। বিষ্ণুর ছবি তুলে দেন ব্যাডমিন্টন তারকা স্ত্রী জ্বালা গুট্টা।

ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেন বিষ্ণু বিশাল (Vishnu Vishal)। তাতে দেখা যায়, পেশিবহুল শরীর নিয়ে বিছানায় শুয়ে রয়েছেন বিষ্ণু। হাতের উপর রাখা মাথা। ঊর্ধ্বাঙ্গে একটি সুতোও নেই। তবে কোমরের কিছুটা নিচে থেকে একটি সাদা চাদরে ঢাকা শরীরের বাকি অংশ। ক্যাপশনে বিষ্ণু লিখেছেন, “আর কী…ট্রেন্ডেও আমি গা ভাসালাম! প্রায়! ফটোশুট।” ছবি কে তুলেছেন তাও সোশ্যাল মিডিয়ায় জানান বিষ্ণু। ছবিগুলি তুলেছেন তাঁর স্ত্রী জ্বালা গুট্টা (Jwala Gutta)।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থতা নিয়ে সন্দেহ, পার্থ চট্টোপাধ্যায়কে SSKM-এ ভরতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে ED]

সম্প্রতি ‘পেপার ম্যাগাজিনে’র জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেন রণবীর সিং। অনেকগুলি ভঙ্গিতেই দেখা গিয়েছে রণবীরকে। কখনও বসে, কখনও আধশোয়া কখনও বা উপুড় হয়ে। নেটিজেনদের অনেকেরই মত, বিখ্যাত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধা জানিয়ে আধবসা হওয়ার পোজটি দিয়েছেন বলিউডের সুপারস্টার। একটি তুরস্কের কম্বলের উপরেই শুট করেছেন তিনি।

বলিউডের কোনও প্রথম সারির অভিনেতার এহেন সাহসিকতা সচরাচর চোখে পড়ে না। স্বাভাবিক ভাবেই ভাইরাল ছবিগুলি প্রশংসার পাশাপাশি নিন্দাও পেয়েছে। অনেকের মত, স্রেফ চমক দিতেই এভাবে নগ্ন হলেন রণবীর। তবে বরাবরের মতোই রণবীর রয়েছেন ‘কুল’। তবে লোকে কী বলছে তা নিয়ে মাথাব্যথা নেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমনরূপে রণবীরকে দেখে বেশ উচ্ছ্বসিত তাঁর ঘরনিও।

[আরও পড়ুন: কেন গ্রেপ্তার হলেন পার্থ? কী এই এসএসসি দুর্নীতি? জেনে নিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement