Advertisement
Advertisement

Breaking News

Virender Sehwag Adipurush

‘আদিপুরুষ’কে ঢিল শেহওয়াগের! প্রভাস ভক্তদের পাটকেল, ‘আপনার রানের থেকে বেশি কামিয়েছে’

শেহওয়াগকে 'বাপ-বাপান্ত' প্রভাস অনুরাগীদের।

Virender Sehwag takes a dig at Adipurush, Prabhas’ fans attack cricketer | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 26, 2023 12:38 pm
  • Updated:June 26, 2023 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের পর থেকেই ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক, সমালোচনার অন্ত নেই। এমন মন্দা বাজারে বীরেন্দ্র শেহওয়াগও ছবির নায়ক প্রভাসকে নিয়ে মশকরা করতে ছাড়েননি। বাহুবলী-কাটাপ্পা প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছিলেন। এবার প্রভাস ভক্তরা পালটা ‘বাপ-বাপান্ত’ করলেন ক্রিকেটারকে।

‘আদিপুরুষ’কে বিঁধে বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লেখেন, “আদিপুরুষ দেখার পর বুঝলাম, কেন কাটাপ্পা বাহুবলীকে মেরে ফেলেছিল।” প্রসঙ্গত এই দুটো ছবির নায়কই প্রভাস।
অনেকেই এই প্রসঙ্গ টেনে বাহুবলী প্রভাসের পারফরম্যান্সের তুলনা করেছেন। তবে বীরেন্দ্র শেহওয়াগের তরফে এমন ব্যঙ্গাত্মক কথা শুনে হজম করতে পারেননি প্রভাস ভক্তরা। সেই প্রেক্ষিতেই ক্রিকেট তারকাকে পালটা কথা শোনাতে ছাড়লেন না তাঁরা।

Advertisement

দক্ষিণী সুপারস্টারের অনুরাগীরা একেবারে তেলেবেগুনে জ্বলে উঠেছেন। কেউ শেহওয়াগের পারফরম্যান্স নিয়ে কটুক্তি করলেন। তো কারও বা আবার কটাক্ষ, ‘টেস্ট ম্যাচে আপনার ব্যাটে যা রান উঠেছে, তার থেকে ‘আদিপুরুষ’ বক্সঅফিসে বেশি টাকা কামিয়েছে।’ কেউ কেউ আবার টেস্ট ক্রিকেটে বীরেন্দ্রর রেকর্ড ৩১৯ রানের সঙ্গে ‘আদিপুরুষ’-এর বক্সঅফিস আয় ৩৪০ কোটির তুলনা করেছেন। উল্লেখ্য মাত্র ১০ দিনেই এই ব্যবসা হাঁকিয়েছে প্রভাসের ছবি।

[আরও পড়ুন: বক্স অফিসে ডুবছে ‘আদিপুরুষ’, ‘জরা হাটকে’র ব্যবসা চাঙ্গা করতে মন্দিরে ভজন-কীর্তন সারার]

যদিও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের অধিকারীর তকমা বীরেন্দ্র শেহওয়াগের কাছেই রয়েছে। তবে ক্রিকেটের স্কোর, রেকর্ড সব গুলিয়ে ফেলে প্রভাস ভক্তরা একযোগে সাঁড়াশি আক্রমণ চালালেন নেটপাড়ায়।

[আরও পড়ুন: মর্মান্তিক! ‘মৃত স্ত্রীকে নিজের কাঁধে নিয়ে দাহ করতে যাই’, যন্ত্রণার কথা রাজপাল যাদবের মুখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement