সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ৩৬-এ পা দিলেন বিরাট কোহলি। আর স্বামীর জন্মদিনে (Virat Kohli Birthday) উইশ করতে গিয়ে একেবারে অভিনব পন্থা নিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। সোশাল মিডিয়ায় বিরাট ও তাঁর দুই সন্তানদের ছবি পোস্ট করে, বুঝিয়ে দিলেন যেন অকায় এবং ভামিকাকে সামলাতে গিয়ে কীরকম নাজেহাল অবস্থা হয় বিরাটের। অনুষ্কা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গেল দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। বিরুষ্কার দুই সন্তান যে মোটেই শান্তশিষ্ট নয়, তা বোঝা গেল অনুষ্কার পোস্ট করা এই ছবিতেই।
অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে গুরুদায়িত্ব অনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। অতঃপর মা হিসেবে বিরাট-পত্নীর দায়িত্বও বেড়েছে। সন্তান হওয়ার পর আর পাঁচজন মায়ের মতোই যে অনুষ্কারও জীবন বদলে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না! সেই কারণেই এবার অভিনয় নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিরাট-ঘরনি।
View this post on Instagram
অনুষ্কা শর্মার এমন সিদ্ধান্ত শুনে মন ভাঙতে পারে অনুরাগীদের। কী সেটা? অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। ওর পিছনেই বেশিরভাগ সময়টা দিতে চান। তাই এখন আর আগের মতো ছবি করবেন না তিনি। খুব বেছে বেছে কম ছবিতে কাজ করবেন। এবার থেকে বছরে একটা করে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা শর্মা।
অভিনেত্রীর মন্তব্য, “জীবন নিয়ে কোনও আক্ষেপ নেই আমার। যেভাবে জীবন কাটাচ্ছি, তাতে আমি খুব খুশি। একজন অভিনেত্রী বা তারকা হিসেবে, কিংবা মা-স্ত্রী হিসেবে কিচ্ছু প্রমাণ করতে চাই না। আমি শুধু সেটাই করব, যেটা আমাকে আনন্দ দেয়। অভিনয় উপভোগ করি বটে, তবে এখন থেকে বছরে একটা করে সিনেমা করব। পরিবারকে বেশি সময় দিতে চাই। কারণ, ভামিকার এখন আমাকে প্রয়োজন। বিরাটও বাবা হিসবে অসাধারণ। যতটা পারে মেয়েকে সময় দেয়। তবে এটা খেয়াল করেছি যে, বাবার থেকেও ওর এখন আমাকে বেশি দরকার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.