Advertisement
Advertisement

নব্বইয়ের নস্ট্যালজিয়া, সেলেবদের ছোটবেলার এই ভিডিও মন ভাল করবেই

দেখুন ভিডিও।

Viral video of Tiger Shroff, Sonam Kapoor and Ranbir Kapoor as kids
Published by: Bishakha Pal
  • Posted:December 31, 2019 6:10 pm
  • Updated:December 31, 2019 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইগার শ্রফ, সোনম কাপুর, রণবীর কাপুররা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন জানেন? আজ যে সব অভিনেত্রীর রূপের মহিমায় হিল্লোল উঠছে পুরুষ হৃদয়ে, যে সব অভিনেতার ফিজিকে কুপোকাত মহিলারা, তারা কিন্তু ছোটবেলাতেও খুব একটা ক্যামেরার আড়ালে ছিলেন না। ছোটবেলায় একটি মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল তাঁদের।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওয় এই তিন অভিনেতাকে তাঁদের বাবাদের সঙ্গে দেখা গিয়েছে। টাইগার শ্রফকে দেখা গিয়েছে জ্যাকি শ্রফের সঙ্গে। অনিল কাপুরের কোলে দেখা গিয়েছে সোনম কাপুরকে। রণবীর কাপুরকে দেখা গিয়েছে ঋষি কাপুরের সঙ্গে। তবে ভিডিওতে শুধু তাঁদেরই দেখা যায়নি। দেখা গিয়েছে, আমির খান, সলমন খান, গোবিন্দা, সচিন পিলগাঁওকর ও নাসিরুদ্দিন শাহকে। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী, রজনীকান্ত, মনমুত্থিকেও দেখা গিয়েছে ভিডিওয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে একটি ছোট্ট দৃশ্যে।

Advertisement

এই মিউজিক ভিডিওটি শুট হয়েছিল দূরদর্শনের জন্য। গানটি ‘পেয়ার কি গঙ্গা বহে’। ‘খলনায়ক’ ছবির জন্য গানটি তৈরি হয়েছিল। গানটি গেয়েছেন মহম্মদ আজিজ, উদিত নারায়ণ, মনোহর উদাস ও জলি মুখোপাধ্যায়। দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা রয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন একটি ভিডিও ভাইরাল হল?

[ আরও পড়ুন: প্রকাশ্যে সৃজিতের টিম ‘ফেলুদা ফেরত’, দেখুন ছবি ]

দেশজুড়ে এখন NRC আর CAA বিরোধী আন্দোলন চলছে। আমজনতার পাশাপাশি আন্দোলনে নামে পড়ুয়ারাও। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়। জামিয়ায় পুলিশের ‘বর্বরতা’ তথা সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সরব দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মৌলানা আবদুল কালাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জামিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে পরীক্ষা বয়কট করেন। পথে নামে জেএনইউ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, বম্বে আইআইটি থেকে শুরু করে আলিগড় ও বিহার পড়ুয়ারা। আলিগড়েও অশান্তি ছিল চরমে। ঘটনার পর গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। জায়গায় জায়গায় বুদ্ধিজীবীবীরাও প্রতিবাদে সরব হন। প্রতিবাদ করতে গিয়ে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। এমনকী দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে আন্দোলনের জোয়ার। হার্ভার্ড ও বার্লিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাশে থাকার বার্তা দিয়ে খোলা চিঠি পোস্ট করেছে। এমন পরিস্থিতিতে দেশকে একতার বার্তা দিতেই নেটিজেনরা পোস্ট করছেন এই ভিডিও।

[ আরও পড়ুন: বুলবুলে ক্ষতিগ্রস্ত রবিঠাকুরের স্মৃতি বিজরিত সুন্দরবনের বাংলো, হতাশ পর্যটকরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement