Advertisement
Advertisement

Breaking News

Bobby Darling

দিল্লি মেট্রোয় যুবককে ধরে মারধর, হঠাৎ কেন সহযাত্রীর উপর রেগে গেলেন বলিউডের ‘ববি ডার্লিং’?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

viral video of bobby darling slapping punching co-passenger in delhi metro shocks the internet watch| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2023 2:05 pm
  • Updated:October 6, 2023 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও চুমু, কখনও খোলামেলা পোশাকে যাত্রী। বার বার শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রোর কাণ্ড। তবে এবার শুধু দিল্লি মেট্রোই নয়, বরং বহুদিন বাদে খবরে এলেন বলিউডের ববি ডার্লিং। তাও আবার দিল্লি মেট্রোতে সহযাত্রীকে মারধরের জন্য খবরে এলেন ববি।

শুক্রবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে, মেট্রোর ভিতর হঠাৎই এক যুবকের উপর চড়াও হলেন ববি। যুবককে ধরে মারধরও করেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ববি। বিগ বসেও দেখা গিয়েছিল তাঁকে। ২০১৫ সালে ব্যাংককে লিঙ্গ পরিবর্তন করান ববি ডার্লিং। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন ভোপালের ব্যবসায়ী রমনিককে। বিচ্ছেদ চাইলেন প্রায় দেড় বছরের মাথাতেই। মিউচুয়াল ডিভোর্সই চান ববি। তবে নিজের যাবতীয় সম্পত্তি ফেরত পেয়ে তবেই বিচ্ছেদে সায় দেবেন বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement