Advertisement
Advertisement

Breaking News

Vir Das

রিসর্টের শৌচালয়ে জ্যান্ত সাপ, প্রাণ হাতে ফিরলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস!

শুটিংয়ে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা! দেখুন ভিডিও।

Vir Das encounters snake in resort loo, Watch video
Published by: Sandipta Bhanja
  • Posted:April 10, 2024 10:43 pm
  • Updated:April 10, 2024 10:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের জন্য জঙ্গলের এক রিসর্টে রাত কাটাতে গিয়ে বিপাকে বীর দাস (Vir Das)! শৌচালয়ে ঢুকতেই জ্যান্ত সাপ কিলবিলিয়ে উঠল! আর সেই ভয়ানক মুহূর্ত ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা-কমেডিয়ান।

বীর দাসের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ওই ইকো রিসর্টের শৌচালয়ের সিলিংয়ে ঝুলন্ত সাপটি বাইরে বেরনোর চেষ্টা করছে। যদিও এযাত্রায় কোনও বিপদে পড়েননি কমেডিয়ান। তবে রোমাঞ্চকর সেই মুহূর্ত নেটপাড়ায় শেয়ার করতেই অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অধিকাংশ নেটিজেনই যদিও রসিকতা করেছেন ওই ভিডিও দেখে। বীর বলছেন, “যা অভিজ্ঞতা হল, এরপর শৌচালয়ে যাওয়ার আগে ভালো করে ভাবব!”

Advertisement

[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]

কমেডির পাশাপাশি সিনেমা, সিরিজের দুনিয়াতেও বীর দাসের বেশ নামডাক। অনন্যা পাণ্ডের ডেবিউ সিরিজ ‘কল মি বাই’তে অভিনয় করেছেন। প্রসঙ্গত, গতবছরই ‘বীর দাস: ল্যান্ডিং’ এর জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০০৭ সালে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন বীর দাস। ‘নমস্তে লন্ডন’ ছবিতে তাঁকে প্রথমবার দেখা যায়। অভিনয়ের পর লেখা, স্ট্যান্ড আপ কমেডিতে হাত পাকিয়েছেন বীর। পরিচালনাতেও হাত পাকাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও বীর দাসকে একটি আমেরিকান রমকম ছবিতে দেখা যাবে।

[আরও পড়ুন: শিল্পার ফ্রেমে বাধা ঋতুপর্ণা! বাংলার ‘ক্যুইন’কে দেখে কী করলেন মুম্বইয়ের শেট্টি? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement