Advertisement
Advertisement
Deepika Padukone Vin Diesel

‘ভারতে আসছি, দীপিকাকেই চাই’, সাফ জানিয়ে দিলেন হলিউড অভিনেতা ভিন ডিজেল!

ভিন ডিজেলের সঙ্গে 'ট্রিপল এক্স' ছবি থেকেই হলিউডের পর্দায় পা রাখেন দীপিকা।

Vin Diesel's Post For Deepika Padukone| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 12, 2023 2:46 pm
  • Updated:June 12, 2023 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকার প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা হলিউড অভিনেতা ভিন ডিজেলের। সেই কবে সিনেমা করেছেন একসঙ্গে। তবে এখনও দীপিকাকে মন থেকে দূরে রাখতেই পারছেন না ভিন। আর তাই তো ভারতের কথা উঠলেই, ভিনের গলায় শুধু দীপিকা ডাক। না, কোনও গুঞ্জন নয়। বরং দীপিকাকে নিয়ে এমনই পোস্ট করলেন ভিন।

হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ট্রিপল এক্স ছবিতে অভিনয় করেছিলেন বলিউড ডিভা দীপিকা। ছবিতে ভিন ও দীপিকার কেমেস্ট্রি নজর কেড়েছিল। এমনকী, দীপিকার নিমন্ত্রণেই ভারতে এসেছিলেন ভিন।

Advertisement

[আরও পড়ুন: কেন ‘আদিপুরুষ’-এর প্রচারে নেই ‘লঙ্কেশ’ সইফ? উত্তর খুঁজলেন নেটিজেনরা]

সম্প্রতি সেই নস্ট্যালজিয়ায় ভেসেই ভিন তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করলেন দীপিকার সঙ্গে এক ছবি। যেখানে তিনি লিখলেন, দীপিকা আমার সবচেয়ে প্রিয় সহকর্মী। দীপিকাই আমাকে ভারতে নিয়ে আসে। এবং আমি প্রেমে পড়ে যাই। আবার চাই দীপিকার সঙ্গ। সব ভালবাসা দীপিকার জন্য।

ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ ছবি থেকেই হলিউডের পর্দায় পা রাখেন দীপিকা। ছবি ভারতের বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল। হইচই ফেলে দিয়েছিল দীপিকা ও ভিনের যৌনদৃশ্যও। দীপিকার সঙ্গে ফের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভিন। তবে তা হলিউডে না বলিউডে তা খোলসা করতে চাননি।

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হার, সব দোষ আম্পায়ারের! মুখ বেঁকিয়ে খোঁচা শ্রদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement