Advertisement
Advertisement

Breaking News

Vin Diesel

দীপিকার ‘ট্রিপল X’ হিরো ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! দায়ের মামলা

মহিলা সহকারীকে বলপূর্বক বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

Vin Diesel Accused Of Sexual Battery In Lawsuit By Former Assistant | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 22, 2023 4:51 pm
  • Updated:December 22, 2023 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন ডিজেলের বিরুদ্ধে প্রাক্তন মহিলা সহকারীকে যৌন হেনস্তার অভিযোগ। হলিউড তারকার বিরুদ্ধে দায়ের হল মামলা। খবর প্রকাশ্যে আসতেই পশ্চিমী বিনোদুনিয়া তোলপাড়!

অনুরাগীদের কাছে দারুণ জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল। ‘ট্রিপল X’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেই হলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই হলিউড অভিনেতার বিরুদ্ধেই কিনা তাঁর মহিলা সহকারীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সালার’-এ দাপুটে কামব্যাক প্রভাসের, হার মানল শাহরুখের ‘ডাঙ্কি’ও, ‘আদিপুরুষ’ বিতর্কের বদলা?]

২০১০ সাল। সেই সময়ে ভিন ডিজেলের সহকারী হিসেবে কাজ করতেন আস্তা জনাসন। অভিযোগ, আটলান্টার এক হোটেল স্যুটে নাকি অভিনেতা ভিন ডিজেল ওই মহিলাকে বলপূর্বক বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, আস্তা জনাসন সেখান থেকে পালাতে গেলে পিছন থেকে তাঁর স্তন চেপে ধরেন এবং অনবরত চুম্বন করতে থাকেন। এই ঘটনার ঘণ্টাখানেক বাদেই ভিন ডিজেলের বোন সামান্থা ভিনসেন্ট ওই সহকারীকে কাজ থেকে বের করে দেন। যিনি কিনা ওয়ান রেস প্রোডাকশনস-এর অন্যতম কর্ণধার। সেই প্রেক্ষিতেই ভিন ডিজেল এবং তাঁর বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আস্তা জনাসন।

[আরও পড়ুন: সত্যিই কি ঠগ সুকেশের সঙ্গে প্রেমে লিপ্ত? মুখ খুললেন জ্যাকলিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement