Advertisement
Advertisement

Breaking News

The Sabarmati Report

মোদির প্রশংসার পরই উত্তরপ্রদেশ-গুজরাটে করমুক্ত ‘দ্য সবরমতী রিপোর্ট’

বিক্রান্ত মাসের প্রশংসায় পঞ্চমুখ যোগী আদিত্যনাথ।

Vikrant Massey's The Sabarmati Report declared tax-free in UP, Gujarat
Published by: Sandipta Bhanja
  • Posted:November 21, 2024 7:00 pm
  • Updated:November 21, 2024 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘এই ছবির মাধ্যমেই সত্যিটা উন্মোচিত হল। খুব ভালো।’ এবার প্রধানমন্ত্রীর প্রশংসার পরই বিক্রান্ত মাসে অভিনীত সিনেমার ভাগ্যোদয় হল। পর পর দুটি রাজ্য- উত্তরপ্রদেশ এবং গুজরাটে করমুক্ত হল ‘দ্য সবরমতী রিপোর্ট’।

বৃহস্পতিবার লখনউতে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই বিক্রান্ত-সহ সিনেমার কলাকুশলীদের সঙ্গে দেখা করে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এক্স হ্যান্ডেলে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর ভূয়সী প্রশংসা করে করমুক্ত করার কথা ঘোষণা করলেন। ২০০২ সালের গোধরা কাণ্ড অবলম্বনে তৈরি সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ (The Sabarmati Report) অভিনয়ের জন্য সম্প্রতি খুনের হুমকি পান বিক্রান্ত মাসে। ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবির সঙ্গী ছিল বিতর্ক। তবে রিলিজের তিন দিনের মাথাতেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশংসা আসে। এবার ভূপেন্দ্রর কথায়, গোধরা কাণ্ডের আসল সত্যিটা উন্মোচনের জন্য এই ছবিকে গুজরাটে করমুক্ত ঘোষণা করা হল। যে ছবির জন্য বিতর্ক সঙ্গী হয়েছে, খুনের হুমকি অবধি পেয়েছেন বিক্রান্ত মাসে, এবার সেই ছবি যখন দু দুটো রাজ্য সরকারের তরফে করমুক্ত ঘোষণা করা হল, তখন উচ্ছ্বসিত বিক্রান্ত মাসে। পালটা যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমা, সকলের অবশ্যই দেখা উচিত ‘দ্য সবরমতী রিপোর্ট’।”

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির প্রশংসা করে মোদি লেখেন, ‘সত্যিটা এই ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। যেখানে সাধারণ মানুষের কাছেও সত্যিটা পৌঁছে যাবে। ভুয়ো তথ্য কিংবা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।’ প্রধানমন্ত্রীর সেই এক্স হ্যান্ডেল পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক একতা কাপুরও। তিনি লেখেন, ‘দ্য সবরমতী রিপোর্ট নিয়ে আপনার এহেন ইতিবাচক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাহস জোগালেন আপনি। আপনার এহেন প্রশংসাই প্রমাণ যে, আমরা সঠিক পথেই যাচ্ছি। এতটা সমর্থন এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Vikrant Massey REACTS TO Accused Of Being 'BJP Friendly'

গোধরা কাণ্ড নিয়ে এই ছবি যে বিতর্কের মুখে পড়বে, তা আগেই আন্দাজ করেছিল ছবির টিম। তবে বিতর্কের সঙ্গে সঙ্গে যে প্রাণনাশের হুমকিও জুটবে, তা স্বপ্নেও ভাবেননি মুখ্য অভিনেতা বিক্রান্ত মাসে। ছবিতে বিক্রান্ত একজন স্থানীয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এক সহকর্মীর ভূমিকায় রাশি খান্না রয়েছেন। সম্প্রতি ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির প্রচারেই বিক্রান্ত জানান, “প্রাণনাশের হুমকিবার্তা পাচ্ছি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং সবাই মিলে পরিস্থিতির সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক। এটা বলতে পারি, ছবি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকেই কোনও ভ্রান্ত ধারণা তৈরি করা উচিত নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement