ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে করোনা আবহে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম অভিনীত রোম্যান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি’। ছবিটি প্রাথমিকভাবে বড়পর্দায় মুক্তির কথা থাকলেও সে সময় তা সম্ভব হয়নি। পরিবর্তে নির্মাতারা ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবিটি রিলিজ করান। রমকম ঘরানার মজাদার এই ছবি দর্শক ভালোই উপভোগ করেছিলেন। ছবির সাফল্যের কথা মাথায় রেখে এবার তার সিকুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আর এই ছবিতেই আবার জুটি বাঁধছেন বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম।
তবে এবার আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। ‘গিনি ওয়েডস সানি ২’ নিয়ে বড়পর্দায় আসছে নির্মাতারা। গতবারের আক্ষেপ এবার মিটিয়ে ফেলতে চান প্রযোজকরা। আগের ছবির গল্পের রেশ ধরেই শুরু হবে এবারের নতুন ছবি। আগের ছবিতে বিক্রান্ত ও ইয়ামি অভিনীত সানি ও গিনি চরিত্র দুটির বিয়ের ঘটনা ছিল ছবির বিষয়। শোনা যাচ্ছে, এবার তাঁদের দাম্পত্য নিয়ে গল্প এগোবে। তবে এবার নাকি ছবিতে থাকছে দ্বিগুণ মজা, দ্বিগুণ ড্রামা, আর সঙ্গে ভরপুর বিনোদন।
ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এবারও ছবিতে বিক্রান্ত ও ইয়ামির মজাদার কেমিস্ট্রি দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে এবার ছবি পরিচালনার দায়িত্ব পুনীত খান্নাই সামলাবনে কিনা সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। দিল্লি, দেরাদুন, মুসৌরি, ঋষিকেশে এবার ছবির লোকেশন স্থির হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে শুটিংপর্ব। আরও একবার গিনি ও সানির প্রেম, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, মজাদার কাণ্ডকারখানার সাক্ষী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.