Advertisement
Advertisement
Vikrant Massey

প্রাণনাশের হুমকি পেলেন বিক্রান্ত মাসে! বিতর্কের মুখে অভিনেতার ‘দ্য সবরমতী রিপোর্ট’

প্রাণনাশের হুমকি পেয়ে কী বললেন বিক্রান্ত?

Vikrant Massey receiving threats for The Sabarmati Report
Published by: Akash Misra
  • Posted:November 7, 2024 9:06 am
  • Updated:November 8, 2024 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তবে এই প্রাণনাশের হুমকি ঠিক কারা দিয়েছে, তা নিয়ে কোনও তথ্য ফাঁস করেননি বিক্রান্ত।

মুক্তির অপেক্ষায় বিক্রান্তের নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। গোধরা কাণ্ড নিয়ে এই ছবি যে বিতর্কের মুখে পড়বে, তা আগেই আন্দাজ করেছিল ছবির টিম। তবে বিতর্কের সঙ্গে সঙ্গে যে প্রাণনাশের হুমকিও জুটবে, তা স্বপ্নেও ভাবেননি তিনি। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির প্রচারেই বিক্রান্ত জানান, ”প্রাণনাশের হুমকিবার্তা পাচ্ছি। । আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং সবাই মিলে পরিস্থিতি সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক। এটা বলতে পারি, ছবি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকেই ধারনা করা উচিত নয়।”

Advertisement

ধীরজ সরনা পরিচালিত এই ছবিতে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে গুজরাটের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ছবি তুলে ধরা হবে।

ছবিতে, বিক্রান্ত একজন স্থানীয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এক সহকর্মীর ভূমিকায় রাশি খান্নাকে দেখা যাবে। সঞ্চালকের চরিত্রে অভিনয় করেতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকে।

ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সরনা। শোভা কাপুর, একতা আর কাপুর, আমুল ভি মোহন এবং অনশুল মোহন ছবিটির প্রযোজক হিসাবে কাজ করেছেন। ক্রাইম থ্রিলার ‘সেক্টর ৩৬’-এ অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত মাসে। এবার তাঁর অনুরাগীরা অপেক্ষা করে আছেন বিক্রান্তের ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির জন্য।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement