Advertisement
Advertisement
Vikram Chatterjee and Solanki Roy

শহর জুড়ে বিক্রম-শোলাঙ্কির উষ্ণতম প্রেম! ঝলকেই মন কাড়ল ‘ইচ্ছেনদী’র মেঘলা-অনুরাগ

৩০ জুন মুক্তি পাবে 'শহরের উষ্ণতম দিনে' ছবিটি।

Vikram Chatterjee and Solanki Roy new movie trailer out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 15, 2023 9:11 pm
  • Updated:June 15, 2023 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে প্রায় আট বছর আগে ছোটপর্দায় ঝড় তুলেছিল ধারাবাহিক ইচ্ছেনদী। সেই ধারাবাহিক থেকেই দর্শকদের মনে জায়গা করে নেন বিক্রম চট্টোপাধ্য়ায় ও শোলাঙ্কি রায়। তাঁদের করা মেঘলা ও অনুরাগের চরিত্র জনপ্রিয়তার শীর্ষে ছিল। সেই মেঘলা ও অনুরাগ আবার ফিরছে। তবে ছোটপর্দায় নয়, বরং এবার বড়পর্দায় দেখা যাবে বিক্রম ও সোলঙ্কির প্রেম। ছবির নাম শহরের উষ্ণতম দিনে। বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলারেই মন কাড়ল ‘ইচ্ছেনদী’র মেঘলা ও অনুরাগ। ছবির পরিচালক অরিত্র সেন।

‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnotomo Dine) বড়পর্দায় ফিরছে অনুরাগ-মেঘলার স্মৃতি। রোম্যান্টিক জুটি হিসেবে আবারও ক্যামেরার সামনে শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়। দু’জনের রসায়ন দেখে ‘ইচ্ছেনদী’ সিরিয়ালের স্মৃতিতে বিভোর নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: পড়ন্ত বিকেলে রোম্যান্সে গদগদ ভিকি-ক্যাটরিনা! ফোড়ন কাটলেন অর্জুন কাপুর]

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্টার জলসায় দেখা গিয়েছে ধারাবাহিক ‘ইচ্ছেনদী’। তাতেই অনুরাগের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম (Vikram Chatterjee)। শোলাঙ্কি হয়েছিলেন মেঘলা (Solanki Roy)। দু’জনের অনস্ক্রিন রসায়ন এখনও অনুরাগীদের প্রিয়। তাইতো শোলাঙ্কি যখন নিজের ও বিক্রমের নতুন ছবি ‘শহরের উষ্ণতম’ দিনের পোস্টার শেয়ার করেন। তার কমেন্টবক্সে ভালবাসার ইমোজি দিয়ে লেখা হয়, “অনুরাগ-মেঘলা মোমেন্ট”।

বিক্রম-শোলাঙ্কি ছাড়াও ‘শহরের উষ্ণতম দিনে’ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাসের মতো শিল্পীরা। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নবারুণ বসু ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।

[আরও পড়ুন: ‘হিন্দিতে কেউ কাজ দেয় না’! রাইমার আক্ষেপ শুনেই ডাক দিলেন বিবেক অগ্নিহোত্রী]

 

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement