Advertisement
Advertisement

Breaking News

Vikram Chatterjee

বিক্রমের ভাইফোঁটায় স্পেশাল মেনু, বোনের রান্নায় ছোটবেলার স্মৃতির ছোঁয়া

এবারে বোনকে কী উপহার দিচ্ছেন অভিনেতা?

Vikram Chatterjee about his Bhai Phota special menu
Published by: Suparna Majumder
  • Posted:November 3, 2024 1:19 pm
  • Updated:November 3, 2024 5:47 pm  

সুপর্ণা মজুমদার: ভাই-বোনের সম্পর্ক যেন শরৎ আকাশে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলার মতো। সারাদিন শুধু খুনসুটি আর ঝগড়াঝাটি। আবার একসঙ্গে না থাকলেও চলে না। আজ ভাইবোনেদের দিন। প্রত্যেক বছরের মতো এবারও তৈরি বিক্রম চট্টোপাধ্যায়। বোনের হাতে ফোঁটা তো নেবেনই, খাবেন বিশেষ পদ।

Vikram-Sister-2

Advertisement

কী এই পদ? ‘ভাজা ভাত’। হ্যাঁ, যা বাঙালির কাছে ফ্রাইড রাইস নামেই পরিচিত, সেই পদই অভিনেতার কাছে ‘ভাজা ভাত’ এবং তার সঙ্গে জড়িয়ে ছোটবেলার স্মৃতি। বিক্রম জানান, ছোটবেলা থেকেই তিনি ও তাঁর বোন ‘ভাজা ভাত’ খেতে ভালোবাসেন। তাই এবারের ভাইফোঁটার স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন।

খাওয়া-দাওয়া তো হল, তার পর উপহার? বোনকে এবার কী দিচ্ছেন? প্রশ্ন শুনেই অভিনেতা বললেন, “প্রতিবার চেষ্টা করি বোনের প্রয়োজনের কিছু দিতে। এবার জিজ্ঞেস করতে হবে ওর কী দরকার। যেটা বলবে সেটাই দেওয়ার চেষ্টা করব। ওর মতামত জেনেই উপহার দেওয়া ভালো।”

প্রত্যেক ভাইবোনের সম্পর্ক স্পেশাল। বিক্রম ও তাঁর বোনের ক্ষেত্রেও তাই। অন্যের চোখে অভিনেতার বোন বিশেষভাবে সক্ষম। তবে অভিনেতার কাছে এই মানুষটাই সবচেয়ে বিশেষ। যার সঙ্গে ছোটবেলা থেকে ঝগড়া হয়েছে, খুনসুটিতে মেতেছেন, আবার একে অন্যকে বকার হাত থেকেও বাঁচিয়েছেন। এই টুকরো টুকরো মুহূর্তগুলোই ভাইবোনের সম্পর্ক মধুর করে তোলে। এ জীবনের এক এমন প্রাপ্তি, শব্দে ব্যাখ্যা করা মুশকিল। অভিনেতা মনে করেন ভালোবাসার জন্য কোনও কারণের প্রয়োজন হয় না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

চলতি বছরে ‘পারিয়া’, ‘সূর্য’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন বিক্রম। আগামীতে অভিনেতার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। যেমন ‘দুর্গাপুর জংশন’, ‘মেমোরি এক্স’, ‘অমর সঙ্গী’, ‘পারিয়া ২’।  তবে আজ শুধুই পেটপুরে খাওয়া-দাওয়া আর ভাই-বোনের আড্ডার সময়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement