সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী অভিনেতা জোসফ বিজয়কে খুনের হুমকি দিয়ে এল ফোন। তবে ফোনটি অভিনেতার বাড়িতে আসেনি। এসেছে থানায়। ফোনে বলা হয়, অভিনেতার বাড়ির কোনও এক জায়গায় বোমা রাখা রয়েছে। ফোন পাওয়ার পর বিজয়ের গোটা বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশও।
সম্প্রতি তামিলনাড়ুর পুলিশ কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলেন, অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে। ফোন পাওয়া মাত্রই পুলিশের একটি দল চেন্নাইয়ে বিজয়ের শালিগ্রামামের বাড়িতে পৌঁছয়। বাড়িতে ছিলেন বিজয়ের বাবা। তাঁকে গোটা ঘটনার কথা জানানো হয়। এও বলা হয়, তিনি যেন বাড়ির নিরাপত্তার কথা বাড়িয়ে দেন। পুলিশের তরফেও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় বিজয়ের বাড়িতে। বাড়িতে তল্লাশিও চালানো হয়। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি। তাও কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। ফোনটি কে করেছিল, তার তদন্ত শুরু করে। গোটা বিষয়টি আপাতত পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সামলাচ্ছে। পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়েরই এক যুবক ফোনটি করেছে। কিন্তু এখনও এ বিষয়ে নিশ্চিত নয় তারা। কী উদ্দেশ্যে ওই যুবক উড়ো ফোনে হুমকি দিয়েছিল, তাও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে ইতিমধ্যেই একটি মামলাও রুজু করা হয়েছে।
দীপাবলিতে মুক্তি পেয়েছে বিজয়ের ছবি ‘বিগল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ছবিটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয়। মহিলাদের ফুটবল নিয়ে তৈরি হয়েছে ছবিটি। বিজয় নিজে ছবিটি নিয়ে বেশ উৎসাহ দেখাচ্ছেন। বিজয় এখানে কোচের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে দেখা যাবে নয়নতারা, জ্যাকি শ্রফ, ইন্দুজা রবিচন্দ্রণের মতো তারকাকে। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি। এই ছবির জন্য নাকি বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন বিজয়। ছবির কিছু কিছু শুটিংও নাকি রিয়েল লোকেশনে হয়েছে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.