Advertisement
Advertisement

Breaking News

Rashmika Mandana

বিয়ে নয়, সহবাসে রশ্মিকা-বিজয়! হঠাৎ কেন প্ল্যান বদল?

কয়েকদিন আগেই দুজনে মিলে ভিয়েতনাম ট্রিপে গিয়েছিলেন রশ্মিকা ও বিজয়।

Vijay Deverakonda, Rashmika are living together| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 17, 2024 6:37 pm
  • Updated:January 17, 2024 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারিতে নাকি বাগদান সারবেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা! হ্যাঁ, এমনটাই রটে গিয়েছিল বলিপাড়ায়। তবে এ খবর নাকি একেবারেই সত্যি নয়। বরং ইন্ডাস্ট্রি সূত্র বলছে, বাগদান বা বিয়ে নয়, এই তারকা জুটি নাকি লিভ ইন রিলেশনেই থাকবেন ঠিক করেছেন।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। গত বছর থেকেই রশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ গোটা ইন্ডাস্ট্রি। ঠিক এই গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ফাঁস হল জুটির ভিয়েতনাম ট্রিপের ছবি। ব্যস, জল্পনা বাড়ল আরও।

Advertisement

তবে সূত্র বলছে, কেরিয়ারের কারণেই নাকি বিয়ে করবেন না দুজনে। বরং, সহবাসের প্ল্যান করেছেন রশ্মিকা ও বিজয়। তবে এই ব্যাপারে এখনই কিছু জানাতে নারাজ তাঁরা।

[আরও পড়ুন: ‘রাম-সীতা’ অরুণ-দীপিকার সঙ্গে পায়ে হেঁটে অযোধ্যায় ‘লক্ষ্মণ’ সুনীল, ফিরল ‘রামায়ণ’-এর স্মৃতি]

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। তাহলে কি লিভ ইনের কথা অভিভাবকদের জানাতেই সেই সাক্ষাৎ! রশ্মিকা ও বিজয় কিন্তু চুপ।

[আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রচনার, রাজনীতিতে পা দিচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement