Advertisement
Advertisement

Breaking News

Pushpa

আল্লুকে বাদ দিয়ে ‘পুষ্পা ৩’-এ বিজয় দেবেরাকোন্ডা!

অগ্রিম বুকিংয়েই রেকর্ড সৃষ্টি করল 'পুষ্পা ২'।

Vijay Deverakonda In Pushpa 3
Published by: Akash Misra
  • Posted:December 5, 2024 1:05 pm
  • Updated:December 5, 2024 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু অপেক্ষার পর বৃহস্পতিবার মুক্তি পেল আল্লু অর্জুনের পুষ্পা ২। এই ছবি মুক্তির আগে পকেটে পুরে ফেলল ৫০ কোটি টাকা। অগ্রিম বুকিংয়েই রেকর্ড সৃষ্টি করল এই ছবি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘পুষ্পা ২’ ছবির রিভিউ। দর্শকদের কাছ থেকে একেবারে লেটার মার্কস পেয়েছেন আল্লু অর্জন ও পরিচালক সুকুমার। বলা হচ্ছে, বছরের শেষমাসে এসে, এই ছবি সেরাটা বক্স অফিস কালেকশন দিতে চলেছে।

তবে চমক রয়েছে আরও। আগেই জানা গিয়েছিল ‘পুষ্পা ৩’ আসতে চলেছে। সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন ছবির নায়িকা রশ্মিকা মান্দানা এবং সাউন্ড ডিরেক্টর রাসুল পুকুট্টি। আর এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট। সেখানেই জানা গেল, পুষ্পা ৩- এ রয়েছেন তিনি! স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, নতুন সিক্যুয়েলে কি বাদ পড়বে আল্লু অর্জুন? তাঁর জায়গাতেই কি আসছেন বিজয়? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেছেন পুষ্পা টিম। তবে বিজয় যে পুষ্পা ৩ ছবির কাণ্ডারী হবেন তা কিন্তু একেবারেই স্পষ্ট।

Advertisement

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement