Advertisement
Advertisement

Breaking News

vijay devarakonda

অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন বিজয় দেবারাকোন্ডা, প্রেমিকা কি রশ্মিকাই?

প্রেমের কথা সোজাসাপটা জানালেন বিজয়।

Vijay Deverakonda confirms he's dating
Published by: Akash Misra
  • Posted:November 21, 2024 4:06 pm
  • Updated:November 21, 2024 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম নিয়ে এই প্রথম মনের কথা স্পষ্ট করলেন দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা। এতদিন বিজয় ও রশ্মিকা মান্দানাকে নিয়ে যে প্রেম গুঞ্জন চলছিল, বিজয়ের কথায়, অবশেষে সেই ধোঁয়াশা কাটল। প্রেমের কথা সোজাসাপটা জানালেন বিজয়।

সম্প্রতি এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে উত্তর দিতে গিয়ে বিজয় জানালেন, ”আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গল থাকে?”। এরপরেই দুম করে বিজয় বলে ওঠেন, ”আমি ডেটিংয়ে বিশ্বাসি নই। আমার কাছে কোনও সম্পর্কে এগোন মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরনো হলেই, আমি ভবিষ্যতটা ভাবতে পারি।” এত কিছু বললেও, বিজয় কিন্তু গোপনেই রেখেছেন তাঁর প্রেমিকার নাম। তবে বিজয়ের কথার মধ্য়ে দিয়ে, ভক্তরা রশ্মিকাকে খুঁজে পেয়েছেন। কেননা, এই মুহূর্তে রশ্মিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছে বন্ধু।

Advertisement

গত বছর থেকেই রশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ গোটা ইন্ডাস্ট্রি। ঠিক এই গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ফাঁস হল জুটির ভিয়েতনাম ট্রিপের ছবি। ব্যস, জল্পনা বাড়ল আরও।

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। সেই সব খবরকেই কি সিলমোহর দিলেন বিজয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement