Advertisement
Advertisement

Breaking News

Vijay Devarakonda

রশ্মিকাকে কেন বিয়ে নয়? অবশেষে সহবাস নিয়ে মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা

রশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ গোটা ইন্ডাস্ট্রি।

Vijay Devarakonda opens up on wedding rumors| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 20, 2024 9:33 am
  • Updated:January 20, 2024 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে রশ্মিকা আর বিজয় দেবেরাকোন্ডার বিয়ে, সহবাসের গল্প। এই নিয়ে নানা খবর রটে গেলেও, রশ্মিকা আর বিজয় কিন্তু চুপই ছিলেন। তবে রশ্মিকা মুখ না খুললেও, সহবাস, বিয়ে নিয়ে এবার মুখ খুললেন বিজয়! স্পষ্ট জানালেন, ‘এসব গুঞ্জন বন্ধ হোক!’

সম্প্রতি নতুন ছবির প্রচারে এসে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই বিজয় কিন্তু বিরক্তির সুরে জানালেন, ‘বিয়ে বা সহবাসের কোনও পরিকল্পনা নেই। জানি না এসব কীভাবে রটেছে। সংবাদমাধ্যম পারলে প্রত্যেক বছরই আমাকে বিয়ে দেয়। আপাতত আমি শুধুই কেরিয়ার নিয়ে ভাবছি।’

Advertisement

গত বছর থেকেই রশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ গোটা ইন্ডাস্ট্রি। ঠিক এই গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ফাঁস হল জুটির ভিয়েতনাম ট্রিপের ছবি। ব্যস, জল্পনা বাড়ল আরও।

[আরও পড়ুন: আবারও সেজে উঠছে নন্দন, এবার আন্তর্জাতিক উৎসব ছোটদের ছবি নিয়ে]

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। তবে এসব খবরকে একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন বিজয়।

[আরও পড়ুন: বনলতার অতৃপ্ত আত্মার ইচ্ছেপূরণ কি হবে? ‘ভূতপরী’র ট্রেলারে চমক জয়া-ঋত্বিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement