সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি যে তোমার, শুধু যে তোমার!’ গা ছমছমে মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার কণ্ঠ। কখনও বা রাগি চোখে দুর্গাষ্টমীতে বদলা নেওয়ার হুঙ্কার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলে, মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালনের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।
সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালনের আসার খবর দেন ছবির রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই। কার্তিক তাঁর এক্স হ্যান্ডেলে ‘মেরে ঢোলনা’ গানের ভিডিও শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই ছবির। এমনকী, ‘ভুলভুলাইয়া ৩’ -তে দেখা যেতে পারে টলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া।’ যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.