Advertisement
Advertisement

Breaking News

অপহরণ, খুনের দায়ে ‘ওয়ান্টেড’ বিদ্যা!

তাঁর অভিনয়ে, আভিজাত্যে, সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ দেশের তামাম দর্শক৷ আর সেই তিনিই কিনা অপহরণ ও খুনের অভিযোগে ফেরার!

Vidya Balan appears as a wanted Criminal in First Look of Kahaani2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 4:25 pm
  • Updated:January 28, 2020 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী৷ তাঁর অভিনয়ে, আভিজাত্যে, সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ দেশের তামাম দর্শক৷ আর সেই তিনিই কি না অপহরণ ও খুনের অভিযোগে ফেরার! ওয়ান্টেড হিসেবে তাঁর পোস্টারও ঘুরছে সোশ্যাল মিডিয়ার ওয়াল থেকে ওয়ালে৷ আর সে সব পোস্টারের মধ্যেই বিদ্যা বালানকে আবিষ্কার করে চমকে উঠেছে নেটদুনিয়া৷

তবে চমকের এখানেই শেষ নয়৷ কেননা পোস্টারে ছবি বিদ্যা বালানের হলেও, নীচে নাম কিন্তু অন্য কারও৷ ছবির সঙ্গে দেওয়া পরিচয়পত্রে লেখা-

Advertisement

দুর্গা রানি সিং

বয়স-৩৬

গায়ের রং-ফর্সা

উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি

এ নামের সঙ্গে অবশ্য সিনেমহল এতদিনে কিছুটা হলেও পরিচিত৷ কেননা ‘কাহানি’ ছবির সিক্যুয়েল যে এ নামেই হবে তা বেশ কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছিলেন পরিচালক সুজয় ঘোষ৷ সম্প্রতি এভাবেই চমক দিয়ে মুক্তি পেল ছবির ফার্স্ট লুক৷

‘কাহানি’র সিক্যুয়েল হলেও কাহানির গল্পের রেশ ধরে অবশ্য এ ছবির গল্প এগোচ্ছে না৷ এখানে বিদ্যা এক অপরাধীর ভূমিকায়৷ ফার্স্ট লুকের ছবিতেই বোঝা যাচ্ছে, কাহানির বাঙালি বধূ বিদ্যা বাগচির সঙ্গে দুর্গা রানি সিংয়ের তফাত ঠিক কতখানি৷ নিজেকে সেভাবেই পুরোপুরি বদলে ফেলেছেন বিদ্যা৷ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অর্জুন রামপালকে৷ যিনি দুর্গা রানি সিংয়ের পিছনে ধাওয়া করবেন৷ তবে এখানে কি বিদ্যা স্রেফ অপরাধী৷ নাকি অপরাধী পরিচয়ের আবরণ ভেদ করে অন্য কোনও সত্যের সন্ধান মিলবে৷ সে উত্তর তোলা পর্দাতেই৷

প্রত্যাশামতোই ছবির শুটিং হয়েছে কলকাতায়৷ তবে শহরের পরিধি ছাড়িয়ে চন্দননগর ও শহরতলির অঞ্চলেও ঘুরেছে সুজয়ের ক্যামেরা৷ আর তাই পরিচালকের দাবি, এ ছবিতে যে কলকাতাকে দেখা যাবে, সেভাবে কলকাতাকে ছবিতে দেখা হয়নি৷ কাহানি-র বাজিমাতের পর থেকেই সুজয়-বিদ্যা জুটির উপর দর্শকের প্রত্যাশা পাহাড়প্রমাণ৷ দ্বিতীয় পর্ব আনতে তাই বেশ খানিকটা সময় নিয়েছেন তাঁরা৷ তবে দর্শকের প্রত্যাশা সবুরে মেওয়া ফলবে৷ যে চমক দিয়ে প্রথম লুক প্রকাশিত হল, তাতে সেই প্রত্যাশার পারদই চড়ল কয়েক ধাপ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement