Advertisement
Advertisement
নুসরত জাহান

নিখিল-নুসরতের বিয়ের নতুন ভিডিও, প্রকাশ্যে দাম্পত্য খুনসুটি

দেখুন সেই ভিডিও।

Video revealed from Nikhil and Nusrat jahan’s wedding diary
Published by: Sandipta Bhanja
  • Posted:September 24, 2019 2:16 pm
  • Updated:September 24, 2019 3:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ভিডিও নিয়ে সবারই কৌতূহল থাকে। সে নিজের হোক কিংবা আত্মীয়-স্বজনের। আর তা যদি হয় নুসরতের বিয়ের ভিডিও, তাহলে সেই কৌতূহল যে বেড়ে দ্বিগুণ হয়ে যায়, তা বলাই বাহুল্য। সম্প্রতি নিজের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন নুসরত জাহান।

নুসরত এখন বেজায় ব্যস্ত তাঁর নতুন ছবি ‘অসুর’-এর কাজে। বর্তমানে বসিরহাটের নবনির্বাচিত তৃণমূল সাংসদ তিনি। কাজেই নিজের সংসদীয় এলাকা নিয়েও বেশ সরগর থাকতে হয় তাঁকে। মাস খানেক আগেই বিয়ে সেরেছেন। রাজনীতি-সংসার সামলে যারপরনাই ব্যস্ত এখন অভিনেত্রী। দেশের অন্যতম আলোচিত তথা সমালোচিত সাংসদ তিনি বর্তমানে। কাজেই স্পটলাইটের আলোয় নুসরত যে থাকবেনই তা বলাই বাহুল্য। এসবের মাঝেই শেয়ার করলেন বিদেশে বিয়ের আনন্দঘন মুহূর্ত।

Advertisement

[আরও পড়ুন: ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন সলমন, দিলেন হুমকিও ]

জুন মাসে তুরস্কের রোমান্টিক বন্দর শহর বোদরুমে উড়ে গিয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন নুসরত জাহান এবং নিখিল জৈন। লাল লেহেঙ্গা চোলিতে সেজে চিরাচরিত কনে বেশে নিখিলের গলায় বরমালা দিয়েছিলেন তিনি। মাথায় সেহরা। গলায় রত্নখচিত মালা। এক্কেবারে রাজপুত বর বেশে ধরা দিয়েছিলেন নিখিল জৈন। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসর্টের চারদিকে তখন আলোর রোশনাই। বর-কনেকে দেখে চারিদিকে করতালি, কলতান। নব্য বিবাহিত দম্পতিকে নিয়ে বন্ধুদের হাসিঠাট্টা, খুনসুটি.. এ বলে আমায় দে, তো ও বলে আমায়… ঠিক এরকমই আনন্দঘন মুহূর্তের এক ভিডিও শেয়ার করলেন নুসরত জাহান।

nusrat-nikhil

লোকসভা নির্বাচনের পরই বিয়ের তোড়জোড় শুরু করেছিলেন নিখিল-নুসরত। তারপরই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন নিয়ে বোদরুমে উড়ে গিয়ে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এর আগে একাধিকবার বিয়ে-মেহেন্দি সেরিমনি এবং মধুচন্দ্রিমার ছবি-ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী তথা সাংসদ। এবার এক্কেবারে অন্যরকম ভিডিও শেয়ার করলেন তিনি।

[আরও পড়ুন: ‘নগরকীর্তন’-এর পর ফের একসঙ্গে, এবার ঋদ্ধির সহ-অভিনেতা কৌশিক ]

সম্প্রতি শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জলরাশির মাঝে ইয়টে চেপে কখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছেন নুসরত জাহান, নিখিল জৈন। কখনও পশ্চিমী বিয়ের রীতির ঝলক মিলল তো কখনও দেখা গেল আবার পুরো দেশীয় রীতিতে সাত পাকে ঘুরছেন। প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তীর সঙ্গেও নুসরতের মনখোলা নাচ দেখা গিয়েছে।  এককথায়, নিখিল-নুসরতের বিয়ের ভিডিও এখন ভাইরাল। 

দেখুন সেই ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement