Advertisement
Advertisement

Breaking News

Ram Gopal Varma

নায়িকাকে জাপটে ধরে রামগোপাল বর্মার উদ্দাম নাচ, ‘ভিডিও আমার নয়’, দাবি পরিচালকের

ভিডিও আপলোড করেও অস্বীকার, প্রশ্নের মুখে রামগোপাল বর্মা।

Video of Ram Gopal Varma's close dance with Inaya Sultana goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 24, 2021 1:41 pm
  • Updated:August 24, 2021 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘কোম্পানি’, ‘সরকার’-এর মতো সিনেমা তৈরি করেছেন, তবে আজকাল সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় থাকতে দেখা যায় রাম গোপাল বর্মাকে (Ram Gopal Varma)। এবার উঠতি নায়িকাকে জাপটে ধরে নাচতে দেখা গেল পরিচালককে। সেই ভিডিও টুইটারে (Twitter) শেয়ার করেছেন তিনি। অথচ পরিচালকের দাবি, ভিডিওতে উদ্দাম নাচে মত্ত থাকা মানুষটি তিনি নন।

যে নায়িকার সঙ্গে রামগোপাল বর্মা কোমর দুলিয়ে নাচ করেছেন তাঁর নাম ইনায়া সুলতানা (Inaya Sultana)। দক্ষিণের সিনেমায় সবে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি। শোনা গিয়েছে, খুব শিগগিরিই রামুর (রামগোপাল বর্মা) ছবিতে দেখা যাবে তাঁকে। ইনায়ার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন পরিচালক। খুব বেশি আয়োজন ছিল না। তবে চুটিয়ে আনন্দ করেছেন। ‘রঙ্গিলা’ সিনেমার গানে ইনায়াকে জাপটে ধরে নেচেছেন।  তাও আবার বেশ ঘনিষ্ঠ হয়ে।

Advertisement

Viral Video of Ram Gopal Varma

[আরও পড়ুন: Taliban Terror: ‘ভারতে এসে প্রাণে বাঁচলাম’, তালিবানের ভয়ে দেশ ছেড়েছিলেন সলমনের নায়িকা Warina Hussain ]

ভিডিওটি আপলোড করে ক্যাপশনে রামগোপাল বর্মা লিখেছেন, “আরও একবার বলে দিই ভিডিওর এই ব্যক্তি আমি নই এবং লাল পোশাক পরা এই তরুণী ইনায়া সুলতানা নয়। মার্কিন প্রেসডেন্ট জো বাইডেনের দিব্যি খেয়ে বলছি।”

Viral Video of Ram Gopal Varma

রামগোপাল দাবি করলেও তা মানতে চাননি নেটিজেনরা। পরিচালকের নাচের বহর দেখে অবাক হয়েছেন তারা।  তবে ‘রঙ্গিলা’ ছবির পরিচালকের সঙ্গে নাচার সুযোগ পেয়ে আপ্লুত ইনায়া। তাঁর কাছে এটি সারা জীবন মনে রাখার মতো মুহূর্ত।

[আরও পড়ুন: শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার পরই দত্তক নেওয়া সারমেয়কে খুন! যুবককে তোপ অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement