সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘পাঠান’ লুকে শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার বন্ধু সলমন খানের জন্য। ‘টাইগার ৩’ (Tiger 3) সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন বলিউড বাদশা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। তবে তাতে পাঠানি মেজাজেই রয়েছেন শাহরুখ। সামনে ‘টাইগার’ সলমন খান (Salman Khan)। সম্ভবত কোনও অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। প্রথমে সলমনকে হেঁটে যেতে দেখা যায়। তারপরই ‘পাঠান’ লুকে শাহরুখকে যেতে দেখা যায়।
Inside video clips of #Tiger And #Pathaan on the sets of TIGER 3
“TIGER & Pathan walking on sets, #SalmanKhan #SRK #Tiger3” pic.twitter.com/PrO33ot8Np
— Salman Sajid Bhai Jaan (@SalmanSajidfan) June 2, 2023
প্রসঙ্গত, এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সলমন। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সলমন ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাঁদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেন পাঠান’। দুই নায়ককে আবার বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
অনুরাগীদের এই চাহিদা ‘টাইগার ৩’ সিনেমাতেও পূরণ হতে চলেছে। শোনা গিয়েছে, সলমন-ক্যাটরিনার ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে ‘পাঠান’ শাহরুখের আগমন হবে। সম্ভবত তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.