Advertisement
Advertisement

Breaking News

Tiger 3

ফের ‘পাঠান’ লুকে শাহরুখ খান, সঙ্গী সলমন, ভাইরাল ‘টাইগার ৩’ সিনেমার শুটিংয়ের ভিডিও

দুই সুপারস্টারকে একসঙ্গে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Video clips of Shah Rukh Khan And Salman Khan on the sets of Tiger 3 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 2, 2023 9:27 pm
  • Updated:June 2, 2023 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘পাঠান’ লুকে শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার বন্ধু সলমন খানের জন্য। ‘টাইগার ৩’ (Tiger 3) সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন বলিউড বাদশা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

Tiger and Pathaan

Advertisement

ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। তবে তাতে পাঠানি মেজাজেই রয়েছেন শাহরুখ। সামনে ‘টাইগার’ সলমন খান (Salman Khan)।  সম্ভবত কোনও অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। প্রথমে সলমনকে হেঁটে যেতে দেখা যায়। তারপরই ‘পাঠান’ লুকে শাহরুখকে যেতে দেখা যায়। 

[আরও পড়ুন: প্রসেনজিতের ‘স্কুপ’ সিরিজ বন্ধের দাবিতে আদালতে ছোটা রাজন, কী জানালেন বিচারপতি?]

প্রসঙ্গত,  এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সলমন। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সলমন ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাঁদেরই হাতে।  সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেন পাঠান’।  দুই নায়ককে আবার বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Will this Hollywood Superhero play the villain in Shah Rukh Khan and Salman Khan's 'Tiger Vs Pathaan'? | Sangbad Pratidin

অনুরাগীদের এই চাহিদা ‘টাইগার ৩’ সিনেমাতেও পূরণ হতে চলেছে। শোনা গিয়েছে, সলমন-ক্যাটরিনার ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে ‘পাঠান’ শাহরুখের আগমন হবে। সম্ভবত তারই প্রস্তুতি চলছে জোরকদমে।  

[আরও পড়ুন: ২০ বছরের ছোট ভারতীয় সুন্দরীতে মজেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! তরুণীর পরিচয় জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement