সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে ছিল আগেই এবার একেবারেই সইসাবুদ। হ্য়াঁ, টলিউড পরিচালক শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের ‘দেবী চৌধুরানি’ ছবিতে অ্যাকশন নির্দেশনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের বাবা শ্য়াম কৌশল। সম্প্রতি মুম্বইয়ে গিয়ে শ্য়াম কৌশলের সঙ্গে পাকা কথা বলে এলেন পরিচালক শুভ্রজিৎ। এই ছবিতে ‘দেবী চৌধুরানি’র চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabranti) ও ভবাণী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে (Prosenjit Chatterjee)।
সংবাদ মাধ্যমকে পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন, ”চিত্রনাট্য পড়ে ওনার খুব ভাল লেগেছে। পুরো টিম নিয়ে শীঘ্রই কলকাতায় আসবেন। ছবির অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করবেন শ্যামজি।”
শ্যাম কৌশল শুধুই ভিকি কৌশলের বাবা হিসেবে পরিচিত নন। বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। বাজিরাও মস্তানি, পদ্মাবত, পিএস১, পিএস২, মণিকর্ণিকার মতো জনপ্রিয় ছবির অ্য়াকশনের দায়িত্বে ছিলেন তিনি। এটাই শ্য়ামের প্রথম বাংলা ছবি। জুলাই মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.