Advertisement
Advertisement

Breaking News

Sham kaushal

এবার বাংলা ছবিতে ভিকি কৌশলের বাবা, সামলাবেন ‘দেবী চৌধুরানি’র অ্যাকশন

জুলাই মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং।

Vicky Kaushal’s father Sham Kaushal onboard for action sequences| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 6, 2023 6:56 pm
  • Updated:April 6, 2023 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে ছিল আগেই এবার একেবারেই সইসাবুদ। হ্য়াঁ, টলিউড পরিচালক শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের ‘দেবী চৌধুরানি’ ছবিতে অ্যাকশন নির্দেশনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের বাবা শ্য়াম কৌশল। সম্প্রতি মুম্বইয়ে গিয়ে শ্য়াম কৌশলের সঙ্গে পাকা কথা বলে এলেন পরিচালক শুভ্রজিৎ। এই ছবিতে ‘দেবী চৌধুরানি’র চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabranti) ও ভবাণী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে (Prosenjit Chatterjee)।

সংবাদ মাধ্যমকে পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন, ”চিত্রনাট্য পড়ে ওনার খুব ভাল লেগেছে। পুরো টিম নিয়ে শীঘ্রই কলকাতায় আসবেন। ছবির অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করবেন শ্যামজি।”

Advertisement

[আরও পড়ুন: অবশেষে মেয়েকে ক্যামেরার সামনে আনলেন বিপাশা! কার মতো দেখতে ছোট্ট দেবীকে?]

শ্যাম কৌশল শুধুই ভিকি কৌশলের বাবা হিসেবে পরিচিত নন। বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। বাজিরাও মস্তানি, পদ্মাবত, পিএস১, পিএস২, মণিকর্ণিকার মতো জনপ্রিয় ছবির অ্য়াকশনের দায়িত্বে ছিলেন তিনি। এটাই শ্য়ামের প্রথম বাংলা ছবি। জুলাই মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং।

[আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement