সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিলেন কিং কোহলি (Virat Kohli)। আর রবিবাসরীয় ম্যাচের সেই মধ্যমণিকে নিয়েই সেলেবমহলে উচ্ছ্বাসের জোয়ার। বলিউড কিং দক্ষিণ, বক্স অফিসে ‘তু তু ম্যায় ম্যায়’ লেগে থাকলেও সমস্বরে ‘বিরাট’ কণ্ঠ ছাড়লেন তাঁরা।
ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রা, সামান্থা রুথ প্রভু, রাজকুমার রাও থেকে শুরু করে শিল্পা শেট্টি, শ্রদ্ধা কাপুর-সহ একাধিক তারকা কিং কোহলির জন্য গলা ফাটালেন এদিন ভারতে বসে। পাক বধ করার পর ‘হাউ ইজ দ্য জোশ’ বলে প্রশ্ন ছোঁড়া ‘উড়ি’ স্টার ভিকি উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না! ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করে বিরাটবন্দনা করতে দেখা গেল তাঁকে। পর্দার সম্ভাজির মন্তব্য, ‘একেই বলে রেকর্ড ব্রেকার, রেকর্ড মেকার।’ টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিরাটের সেঞ্চুরি হাঁকানোর ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করলেন সিদ্ধার্থ মালহোত্রা। এদিন বিরাটের জন্য প্রায় এক ঘটি জল বেশি পান করার মতো পরিস্থিতি ছিল সামান্থা রুথ প্রভুর! রোহিত বাহিনিকে শুভেচ্ছা জানালেও কিং কোহলির কথা বিশেষভাবে উল্লেখ করলেন। শাহিদ কাপুরপত্নী মীরা রাজপুতের কথায়, ‘বিরাট কোহলি একমেবাদ্বিতীয়ম।’ ‘সাষ্টাঙ্গ প্রণাম’ করে ভালোবাসা জানালেন রাজকুমার রাও। শিল্পা শেট্টির সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও জ্বলজ্বল করছে বিরাটের ছবি। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার পাকবধের সঙ্গে ওয়ান ডে ম্যাচে বিরাটের এই বিরাট কীর্তিতে খুশিতে ডগমগ বিনোদুনিয়া।
প্রসঙ্গত, রবিবাসরীয় দুবাইও এমনই এক ইনিংসের সাক্ষী রইল। যেখানে ৫১ তম ওয়ানডে সেঞ্চুরি (Virat Kohli’s 51st ODI Century) হাঁকিয়ে কোহলি শুধু দলকে জেতালেনই না, আরও বহু প্রশ্ন, সমালোচনা, ধন্দের জবাবও দিলেন অবলীলায়। এদিন দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান কোহলি। ভাঙেন শচীন তেণ্ডুলকরের ১৯ বছরের রেকর্ড। ৩৫০টি ম্যাচ খেলে একদিনের ম্যাচে ১৪ হাজার রান ঝুলিতে ভরেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে বিরাট এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ২৮৭ ইনিংসেই। এর পাশাপাশি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান টপকানোর নজিরও গড়লেন কোহলি। তবে শুধু ব্যাটার হিসেবেই নয়, ফিল্ডার হিসেবেও নয়া রেকর্ড গড়লেন কোহলি। ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ১৫৮টি ক্যাচ ধরলেন তিনি। সবমিলিয়ে রবিবাসরীয় ম্যাচের বিরাট কীর্তিতে উচ্ছ্বসিত আমজনতা থেকে সেলেবরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.