Advertisement
Advertisement
Vicky Kaushal

ভিকির হাত থেকে ফসকে গেল ‘অশ্বত্থামা’! নেপথ্যে কোন নায়ক?

এই নিয়ে মুখে কুলুপ ভিকি কৌশলের।

Vicky Kaushal out of 'The Immortal Ashwatthama'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 13, 2023 8:59 pm
  • Updated:April 13, 2023 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকমটা যে হবে তা ভাবতেই পারেননি ভিকি কৌশল। সদ্য শেষ করেছেন ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং। পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বেঁধে ফের নতুন অবতারে দেখা যাবে ভিকিকে। হাতেও রয়েছে সারা আলি খানের সঙ্গে নতুন আরেক ছবি। কিন্তু তারই মাঝখানে খারাপ খবর। ভিকি কৌশলের হাত থেকে ফসকে গেল তাঁর স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’! হ্যাঁ, বলিউড গুঞ্জনে এমনটাই শোনা যাচ্ছে।

[আরও পড়ুন: ক্লিভেজ ঢাকা পোশাক পরলেই শুটিংয়ে এন্ট্রি! সলমনের ফতোয়া নিয়ে মুখ খুললেন পলক তিওয়ারি ]

Advertisement

‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধর বহুদিন ধরেই প্ল্যান করছিলেন তাঁর স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ তৈরির। কিন্তু করোনা আবহে হঠাৎ করেই সেই প্ল্যান থমকে যায়। শোনা যাচ্ছে, প্রযোজক রনি স্ক্রুওয়ালাও এই ছবি থেকে পিছিয়ে আসে। সম্প্রতি জিও স্টুডিও পরিচালক আদিত্য ধরের এই ছবিকে সবুজ সংকেত দেখিয়েছে। তবে নতুন প্রযোজকের সঙ্গে সঙ্গে কাস্টিংয়েও বদল এসেছে। শোনা যাচ্ছে, ভিকি কৌশলকে বাদ দিয়ে এই ছবিতে এন্ট্রি নিচ্ছেন রণবীর সিং। রণবীরের সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন আদিত্য। শোনা যাচ্ছে, চিত্রনাট্যও পছন্দ রণবীরের। তবে এখনও তিনি পুরোপুরি হ্যাঁ করেননি। কিন্তু ছবি থেকে যে ভিকি কৌশল বাদ পড়েছেন তা নিশ্চিত।

[আরও পড়ুন: শুটিং সেটে বিস্ফোরণের খবর ভুয়ো, ‘সম্পূর্ণ সুস্থ আছি’, টুইট অভিনেতা সঞ্জয় দত্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement