Advertisement
Advertisement

Breaking News

Vicky Kaushal

বক্স অফিসে মুখোমুখি ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’, ছবি মুক্তির আগে রণবীরকে কী বার্তা ভিকির?

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল' ও 'স্যাম বাহাদুর'।

Vicky Kaushal on 'Sam Bahadur's' clash with 'Animal'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 28, 2023 1:49 pm
  • Updated:November 28, 2023 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বরে বক্স অফিসে স্ত্রী ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের মুখোমুখি হবেন ভিকি কৌশল। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, রণবীরের ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’ ছবির মধ্যে জোর টক্কর লাগবে। কেননা, ইতিমধ্যেই এই দুই ছবির ট্রেলার কৌতুহল জাগিয়েছে দর্শকদের মধ্যে। অগ্রিম বুকিংয়েও দুই ছবিই নজর কেড়েছে। 

তা রণবীরের সঙ্গে এই বক্স অফিস লড়াই নিয়ে কী বলছেন ভিকি?

Advertisement

সম্প্রতি স্যাম বাহাদুর ছবির প্রচারে ভিকির মুখে শোনা গেল রণবীরের ‘অ্যানিম্যাল’-এর প্রশংসা। ঠিক তখনই এক সাংবাদিকের প্রশ্নে বক্স অফিসের লড়াই নিয়ে বলতে গিয়ে, ভিকি কৌশল জানান, ”ক্রিকেট ম্যাচে দুজন ব্যাটসম্যান (ব্যাটার) থাকে। দুজনেই এক টিমের জন্য খেলে। এখানে বলিউড হল টিম, আমি আর রণবীর দুজন একসঙ্গে খেলছি। আর কত স্কোর হবে, তা বিবেচনা করবে দর্শক। তাই বক্স অফিসের লড়াইটাকে এভাবেই দেখি আমি। তবে রণবীরের জন্য অবশ্যই শুভেচ্ছা রইল।”

[আরও পড়ুন: পরমব্রতর বিয়েতে পাননি নিমন্ত্রণ, বন্ধুর নতুন জীবন নিয়ে কী বার্তা রুদ্রনীলের? ]

দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম মানেকশ (Sam Manekshaw)৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই। ভারতীয় সেনার অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় স্যাম মানেকশর নাম। দেশের প্রতিরক্ষায় অসমসাহসের পরিচয় রেখেছেন অনেকেই। কিন্তু সাহস, বীরত্ব, রসবোধ সব মিলিয়ে স্যাম যেন এক বর্ণময় কিংবদন্তি। এমন চরিত্রকেই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক মেঘনা গুলজার। তার পরিচালনায় স্যাম মানেকশ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)।

[আরও পড়ুন: মুক্তির আগেই কত টাকা আয় করল ‘অ্যানিম্যাল’? বক্স অফিস কাঁপাতে তৈরি রণবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement