Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif Vicky kaushal

ক্যাটরিনার জন্মদিনে বন্ধু-শ্যালকদের নিয়ে ‘বয় গ্যাং’ ভিকির, পুলে ‘ঝুমকা’ গানে উত্তাল নাচ! দেখুন

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে 'সিক্রেট' ক্রুজ পার্টি ভিকির। তারপর যা ঘটল...।

Vicky Kaushal in Katrina Kaif’s cruise birthday celebration, Anand Tiwari rocks with Jhumka song | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2023 4:03 pm
  • Updated:July 17, 2023 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনার জন্মদিন মানেই ভিকি কৌশলের সঙ্গে বিলাসবহুল ট্যুর। বিয়ের পর থেকে যেন এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে তারকাদম্পতির। রবিবারই চল্লিশে পা দিলেন বলিউড অভিনেত্রী। আর সেই উপলক্ষেই স্ত্রীয়ের জন্য দারুণ ক্রুজ পার্টির আয়োজন করেছিলেন ভিকি। তবে সবটাই অবশ্য ঘনিষ্ঠ বন্ধু আর ক্যাটরিনার ভাইবোনকে নিয়ে। আর সেখানেই ‘বয় গ্যাং’কে নিয়ে চূড়ান্ত হই-হুল্লোড় করতে দেখা গেল ভিকি কৌশলকে।

নায়িকার জন্মদিন পালন করতে শনিবারই মালদ্বীপে উড়ে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। পরে যোগ দিয়েছেন বন্ধুরা ও ক্যাটের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল। সেখানেই প্রমোদতরীতে উল্লাসে মাতলেন তাঁরা। শ্যালকের সঙ্গে জুটি বেঁধে হাসিঠাট্টা করতেও দেখা গেল বলিউড অভিনেতাকে।

Advertisement

লরেন্টের শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভিকি কৌশল ধরা দিলেন সুপারহিরো মোডে। ফ্রেমে দেখা গেল আরেক অভিনেতা আনন্দ তিওয়ারিকেও। লরেন্ট, আনন্দের পাশাপাশি ক্যাটরিনার জন্মদিনের ক্রুজ পার্টিতে যোগ দিয়েছিলেন তাঁর বোন ইসাবেলা কাইফ, অভিনেত্রী অঙ্গিরা ধর, আমৃতপাল সিং বৃন্দারা। দিদির শৈশবের ছবি প্রিন্ট করা শার্ট পরেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ইসাবেলা ও লরেন্ট।

[আরও পড়ুন: থাইল্যান্ডে ছুটির মেজাজে হবু মা শুভশ্রী, ছেলে ইউভানের দায়িত্ব সামলাচ্ছেন রাজ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anand Tiwari (@anandntiwari)

এদিকে সেই ট্রিপ থেকেই আনন্দ এক মজার ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁদের দেখা গেল সুইমিংপুলের জলে রকি রানির ঝুমকা গানে নাচ করতে। যা দেখে হেসে গড়াল নেটপাড়া। তবে প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর, আয়ুষ্মান খুরানা থেকে ভিকির ভাই সানি কৌশলরা। ক্যাটরিনার জন্মদিন স্পেশ্যাল মালদ্বীপ ট্যুর থেকে আপাতত সেই ভিডিও ভাইরাল।

[আরও পড়ুন: ‘সব ছেড়ে চলে যাব…’, বলছেন জিতু! এদিকে নবনীতার হাতে শাঁখা-পলা দেখে খোঁচা নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement