Advertisement
Advertisement

Breaking News

Vicky Kaushal Shah Rukh Khan

অডিশন দিয়েও ‘ভোকাট্টা’ ভিকি কৌশল! তবে স্ত্রী ক্যাটরিনাকে ফেরালেন না শাহরুখ

ফাঁস বড়সড় তথ্য!

Vicky Kaushal had auditioned to play Shah Rukh Khan’s friend in Jab Tak Hai Jaan | sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 24, 2023 2:39 pm
  • Updated:June 24, 2023 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিকি-ক্যাটরিনার দাম্পত্য রসায়ন নিয়ে কৌতূহলের অন্ত নেই। শোনা যাচ্ছে, তাঁদের সুখের সংসারে নাকি ভাঙন ধরেছে! যদিও এক টুইটের জেরেই এমন জল্পনা তুঙ্গে। তবে এসবের মাঝেই প্রকাশ্যে এল আরও এক তথ্য। অডিশন দিয়েও নাকি শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েন ভিকি কৌশল। যে ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফ।

অতঃপর ভিকি কৌশলকে বাদ দিলেও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফকে কিন্তু ফেরাননি শাহরুখ খান। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে, কোন সিনেমার ক্ষেত্রে এমন ঘটেছে? তাহলে বলে যাক। শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জব তক হ্যায় জান’ ছবি থেকেই বাদ পড়েন ভিকি কৌশল।

Advertisement

[আরো পড়ুন: ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড, বক্সঅফিসেও মন্দা, মুখ লুকোতে লন্ডনে ‘রাবণ’ সইফ!]

শাহরুখ খানের বন্ধুর চরিত্রে অভিনয় করার জন্য অডিশন দিয়েছিলেন ভিকি। তবে উতরাতে পারেননি। তার পরিবর্তে শরিব হাশমি অভিনয় করেছিলেন ওই চরিত্রে। আর ভাগ্যচক্র দেখুন। যে ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোম্যান্স করেন শাহরুখ খান, সেখান থেকেই বাদ পড়েন ভিকি কৌশল। বছর খানেক বাদে সেই সুপারস্টার নায়িকার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন ভিকি।

উল্লেখ্য, যে অভিনেতার জন্য শাহরুখ খানের ছবি থেকে বাদ পড়েছিলেন, তার সঙ্গেই ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেন ভিকি কৌশল। যার মুখ্য চরিত্রে তিনি।

[আরো পড়ুন: একমাথা পাকা চুল, বয়সের ভারে নুইয়ে পড়েছেন! চোখেমুখে ক্লান্তি, এ কী হাল অমিতাভের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement