সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে মা-বাবাকে নিয়ে লালবাগের পুজো দেখতে গিয়ে বিপাকে ভিকি কৌশল (Vicky Kaushal )। ভয়ঙ্কর ভিড়ের ঠেলায় প্রাণ একেবারে ওষ্ঠাগত অভিনেতার। পরিস্থিতি এমন হয় যে, সামাল দিতে পুলিশ নামে।
মুম্বইয়ের লালবাগ (Lalbaugcha Raja) মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন হাজার হাজার মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। খোদ অমিতাভ বচ্চন লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে। শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। এবার ভিকি কৌশলও গিয়েছিলেন। তবে ভিড়ের ঠেলায় এমন পরিস্থিতি হয় যে, সামাল দিতে ময়দানে নামতে হয় পুলিশকে।
বুধবার মাঝরাতে লালবাগের পুজো দেখতে গিয়েছিলেন ভিকি কৌশল। সঙ্গে ছিলেন না স্ত্রী ক্যাটরিনা। তবে দেখা গেল তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলকে। এমনিতেই লালবাগচা রাজার দর্শন করতে কাতারে কাতারে লোক আসেন বিভিন্ন প্রান্ত থেকে। তবে বুধবার রাতে যেন জনঅরণ্যের সাক্ষী থাকে এই মণ্ডপ। উপরন্তু বলিউড অভিনেতাকে দেখে চারদিক থেকে হু হু করে লোক আসতে থাকে। ব্যস, মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়।
শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় পুলিশকে। যদিও বিন্দুমাত্র বিরক্ত প্রকাশ করেননি ভিকি কৌশল। বরং পরিস্থিতি আয়ত্তে আসতেই ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন। আর অভিনেতার এমন সাদামাটা আচরণের ভিডিও দেখেই নেটপাডা়র ধন্য ধন্য করছেন অনুরাগীরা।
View this post on Instagram
প্রসঙ্গত, গোটা মুম্বইতে এখন সাজ সাজ রব। গণপতি উৎসবে মেতেছেন সকলে। বলিউড তারকাদের পাশাপাশি টলিউডের তারকারাও গণেশ চতুর্থী পালন করছেন। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ছে সেলেবদের গণেশবন্দনার একাধিক ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.