Advertisement
Advertisement
Ankita Lokhande

অঙ্কিতাকে সপাটে চড় ভিকির! বিগ বসের ঘরে ফের তুলকালাম

অশান্তির চোটে স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল।

Vicky got irritated and it seemed that he was trying to slap Ankita| Sangbad Pratidin

বিগ বসের ঘরে ভিকি ও অঙ্কিতার। ছবি- ফাইল চিত্র

Published by: Akash Misra
  • Posted:December 23, 2023 10:40 am
  • Updated:December 23, 2023 10:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বিগ বসের ঘরে সবার সামনে ভিকিকে ডিভোর্স দেবেন বলে হুমকি দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। আর এবার ভিকি জৈন, অঙ্কিতাকে মারলেন চড়! হ্যাঁ, সম্প্রতি বিগ বসের ঘরে এমনই ঘটল।

বেশ কয়েকদিন ধরেই বিগ বসের অন্দরে ভিকি ও অঙ্কিতার মধ্য়ে তুমুল অশান্তি। এমনকী, অশান্তির চোটে ভিকিকে ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিতা। ভিকিকে তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর সঙ্গে আর সংসার করবেন না অঙ্কিতা।

Advertisement

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, হঠাৎই অঙ্কিতার উপর রেগে যান ভিকি। আর তার পরেই চড় মারতে যান অঙ্কিতাকে। অঙ্কিতা বাধা দিলেও, ভিকির হাত গিয়ে পড়ে অঙ্কিতার গালে। জানা গিয়েছে, অঙ্কিতার সঙ্গে খাবার নিয়ে গণ্ডগোল হওয়ার কারণেই রেগে যান ভিকি। 

[আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’দের ভিড়ে এই সিনেমা-সিরিজ মিস করবেন না]

প্রসঙ্গত, অশান্তির চোটে স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল। এরই ফাঁকে ভিকির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বিগ বসের আরেক প্রতিযোগী আয়েশার সঙ্গে। সেই আয়েশাকেই বিবাহিত পুরুষের দুঃখ, কষ্ট নিয়ে নানা কথা শোনাচ্ছিলেন ভিকি।

ভিকির সেই কথাই কানে আসে অঙ্কিতার। ব্যস, তার পরেই গোলমাল শুরু। সোজা ভিকিকে দাম্পত্য নিয়ে প্রশ্ন করেন অঙ্কিতা! তার পরেই সবার সামনে ভিকিকে বিবাহ বিচ্ছেদের কথা বললেন অঙ্কিতা। অঙ্কিতার মুখে এমন কথা শুনে হতবাক খোদ ভিকিও। তাহলে কি সত্যিই ভিকির সংসার ত্যাগ করছেন অঙ্কিতা? নাকি এটাও টিআরপি বাড়ানোর ফন্দি! এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ অঙ্কিতা ও ভিকির।

[আরও পড়ুন: দীপিকার বুকে মুখ রেখে ‘ইশক’ হৃতিকের, ‘ফাইটার’-এর গানে জ্বলে উঠল কামনার আগুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement