সংবাদ প্রতিদিন ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee)। সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেপ্টিসেমিয়ার (রক্তে বিষক্রিয়া) সমস্যা ছিল বর্ষীয়ান অভিনেতার। গত কয়েকদিন ধরে দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভরতি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছরের অভিনেতা। প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল, জানান তিনি। অভিনেতার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান।
মধ্যবিত্ত পরিবারে জন্ম প্রদীপ মুখোপাধ্যায়ের। হেয়ার স্কুলে পড়েছেন। তারপর ভরতি হয়েছিলেন সিটি কলেজে। কলেজের পড়া শেষ করেই আবার আইন পড়তে শুরু করেন। কলেজে পড়ার সময়ই অভিনয়ের দিকে আকর্ষিত হন। থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। আইন পাশ করার পরও নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন প্রদীপবাবু। সপ্তাহের অন্যান্য দিন ওকালতি করলেও ছুটির দু’টো দিন তাঁর কাটত নাটকের মঞ্চে।
নক্ষত্র থিয়েটার গ্রুপের হয়ে নাটক করেছিলেন। তাতেই সত্যজিৎ রায়ের (Satyajit Roy) নজরে পড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee)। ফল, ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘জনঅরণ্য’ ছবিতে সোমনাথের চরিত্র। তারপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর ঝুলিতে রয়েছে ‘দূরত্ব’, ‘অশ্লীলতার দায়ে’, ‘হীরের আংটি’, ‘শাখা প্রশাখা’, ‘দহন’, ‘উৎসব’-এর মতো ছবি।
বিদ্যা বালান অভিনীত ‘কাহানি ২’ ছবিতে ডক্টর মাইতির ভূমিকায় নজর কেড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, পরিচালক নির্মল চক্রবর্তীর ‘দত্তা’ ছবির শুটিং করছিলেন তিনি। দু’দিন শুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে অভিনেতাকে নাগেরবাজারের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়। শনিবার থেকেই নাকি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাতে ফল মেলেনি। রবিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.