ক্ষীরোদ ভট্টাচার্য: অসুস্থ পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। কলকাতার এক বেসরকারি হাসাপাতালে ভরতি তিনি। শোনা গিয়েছে, বুকে সংক্রমণের জেরেই জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)।
পরিচালক প্রভাত রায় মানেই ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো সিনেমা। দু-দু’টি জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। গত বছরের এপ্রিল মাসে স্ত্রীকে হারিয়েছিলেন বর্ষীয়ান পরিচালক। এরপর নভেম্বরে তিনি ফেসবুকে অভিযোগ জানান, টলিউডের তিনজন ছাড়া কেউ তাঁর খোঁজ নেন না।
“আমি প্রায় ১৫ জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তার মধ্যে তিনজন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একটা খোঁজও নেয় না”, একথাই ফেসবুকে লিখেছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।
শোনা গিয়েছে, প্রভাত রায়ের বাড়ির পাশেই থাকেন পরিচালক হরনাথ চক্রবর্তী। প্রতিবেশীরা তাঁকেই প্রথমে খবর দেন। হরনাথ চক্রবর্তী ও প্রেমেন্দু বিকাশ চাকী মিলে তাঁকে হাসপাতালে ভরতি করেন। সূত্রের খবর, বর্ষীয়ান পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চার চিকিৎসকের একটি দল তাঁর দেখভাল করছেন। সমস্ত কিছু ঠিক থাকলে খুব শিগগিরিই পরিচালককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.