সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুসংবাদ বলিউডে, প্রয়াত বলিউডের খ্যাতনামা অভিনেতা তথা কমেডিয়ান জগদীপ। ‘শোলে’-সহ একাধিক বলিউড সিনেমায় যাঁর অভিনয় বহু দশক ধরে মুগ্ধ করেছে দর্শকদের। অভিনেতা জাভেদ জাফরি এবং টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক নাভেদ জাফরি, তাঁরই সন্তান। পরিবারের তরফে জগদীপের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রবীণ বলিউড অভিনেতার প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন বলিউড তারকারা।
আসল নাম শায়েদ ইশতেফাক আহমেদ জাফরি, তবে গোটা বলিউড তাঁকে চেনে জগদীপ (Jagdeep) নামেই। ‘শোলে’ ছবির সুরমা ভোপালিকে মনে ধরেনি, এমন দর্শক বোধহয় খুঁজে পাওয়া দায়! ‘অব দিল্লি দূর নেহি’, ‘আর পার’, ‘হাম পাঞ্ছি এক ডাল কে’, ‘দো বিঘা জমিন’-এর মতো একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছেন জগদীপ। শোনা যায়, ‘হাম পাঞ্ছি এক ডাল কে’ ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং জওহরলাল নেহেরুও। শেষবার ২০১২ সালে তাঁকে দেখা গিয়েছিল পরিচালক রুমি জাফরির ‘গলি গলি শোর হ্যায়’ ছবিতে।
দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন বলিউডের ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। বিগত এপ্রিল মাস থেকেই একের পর এক দুর্ঘটনা বিনোদন ইন্ডাস্ট্রিকে একেবারে শোকস্তব্ধ করে দিয়েছে। আর তার মাঝেই ফের আরও এক ইন্দ্রপতনের খবর। ২০২০ সাল যে অভিশপ্ত, তা আবারও মনে করিয়ে দিল জগদীপের প্রয়াণের খবর।
Heard the sad news of Jagdeep Saab’s demise. Always enjoyed watching him on screen. He brought so much joy to the audience. My deepest condolences to Jaaved and all members of the family. Prayers for Jagdeep Saab’s soul🙏
— Ajay Devgn (@ajaydevgn) July 8, 2020
My first film & the first time I ever faced the camera, was in the film #yehrishtanatoote with the legend himself #Jagdeep bhai. We will miss you…May his soul rest in peace 🙏🏽 Our prayers & deepest condolences to the family. pic.twitter.com/uhBjYSZdVe
— Johny Lever (@iamjohnylever) July 8, 2020
Rest in peace #Jagdeep saab .. thank you for all the entertainment 🙏🏽 pic.twitter.com/S4uTY8kyyp
— Randeep Hooda (@RandeepHooda) July 8, 2020
Jagdeep Saab was one of the greatest actors of India…I was his huge fan & was lucky enough to have worked with him in Ek Baar Kaho & many more films…he was always extremely supportive & encouraging…sending my heartfelt condolences & prayers to my friend Javed & family… pic.twitter.com/0ZXsridyL8
— Anil Kapoor (@AnilKapoor) July 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.