Advertisement
Advertisement
জগদীপ

প্রয়াত ‘শোলে’ ছবির ‘সুরমা ভোপালি’ জগদীপ, প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

শোকবার্তা জ্ঞাপন করেছেন বলিউড তারকারা।

Veteran Bollywood Comedian actor Jagdeep passes away at the age of 81
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2020 11:15 pm
  • Updated:July 9, 2020 11:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুসংবাদ বলিউডে, প্রয়াত বলিউডের খ্যাতনামা অভিনেতা তথা কমেডিয়ান জগদীপ। ‘শোলে’-সহ একাধিক বলিউড সিনেমায় যাঁর অভিনয় বহু দশক ধরে মুগ্ধ করেছে দর্শকদের। অভিনেতা জাভেদ জাফরি এবং টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক নাভেদ জাফরি, তাঁরই সন্তান। পরিবারের তরফে জগদীপের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রবীণ বলিউড অভিনেতার প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন বলিউড তারকারা।

আসল নাম শায়েদ ইশতেফাক আহমেদ জাফরি, তবে গোটা বলিউড তাঁকে চেনে জগদীপ (Jagdeep) নামেই। ‘শোলে’ ছবির সুরমা ভোপালিকে মনে ধরেনি, এমন দর্শক বোধহয় খুঁজে পাওয়া দায়! ‘অব দিল্লি দূর নেহি’, ‘আর পার’, ‘হাম পাঞ্ছি এক ডাল কে’, ‘দো বিঘা জমিন’-এর মতো একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছেন জগদীপ। শোনা যায়, ‘হাম পাঞ্ছি এক ডাল কে’ ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং জওহরলাল নেহেরুও। শেষবার ২০১২ সালে তাঁকে দেখা গিয়েছিল পরিচালক রুমি জাফরির ‘গলি গলি শোর হ্যায়’ ছবিতে। 

Advertisement

[আরও পড়ুন: গোটা পরিবার একসঙ্গে থাকবে, আয়ুষ্মানরা কত কোটি টাকায় বাড়ি কিনলেন জানেন?]

দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন বলিউডের ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। বিগত এপ্রিল মাস থেকেই একের পর এক দুর্ঘটনা বিনোদন ইন্ডাস্ট্রিকে একেবারে শোকস্তব্ধ করে দিয়েছে। আর তার মাঝেই ফের আরও এক ইন্দ্রপতনের খবর। ২০২০ সাল যে অভিশপ্ত, তা আবারও মনে করিয়ে দিল জগদীপের প্রয়াণের খবর। 

[আরও পড়ুন: সিনেমা হলে রিলিজ হোক ‘দিল বেচারা’, দাবি তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্তের ভক্ত]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🙏🏽

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement