Advertisement
Advertisement

Breaking News

তনুজা মুখোপাধ্যায়

বিকিনিতে মেয়ে তানিশার সঙ্গে পাল্লা তনুজার, ৭৬-এও আগুন ঝরালেন অভিনেত্রী

বড় মেয়ে অভিনেত্রী কাজলকে অবশ্য দেখা গেল না সেই পার্টিতে।

Veteran Bollywood actress Tanuja Mukherjee wears bikini
Published by: Sandipta Bhanja
  • Posted:March 4, 2020 9:30 pm
  • Updated:March 4, 2020 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সত্তরের কোঠায়। কিন্তু তাতে কী? বার্ধক্য এসেছে শরীরে, মনে তো নয়! সেই প্রমাণই দিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়। সম্প্রতি মেয়ে তানিশা মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষেই এক রিসর্টে মেয়ের বান্ধবীদের সঙ্গে জমিয়ে পুল পার্টি করলেন ছিয়াত্তরের এই অভিনেত্রী। পরনে নীল বিকিনি। বড় মেয়ে কাজলের অবশ্য সেই পার্টিতে দেখা মিলল না।

সোমবার ছিল কাজলের বোন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ের ৪২তম জন্মদিন। মায়ের উপস্থিতিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে হইচই করে বিশেষ দিনটি কাটিয়েছেন তানিশা। সেই জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানেই তনুজা মুকোপাধ্যায়কে দেখা গেল নীল বিরিনিতে। মেয়ে এবং তাঁর বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। বার্ধক্যের ভারে চেহারায় ছাপ পড়লেও এবং ত্বক কুঁচকে গেলেও দিব্যি হাসিমুখে দাঁড়ালেন ক্যামেরার সামনে। তনুজার বিকিনি পরা  সেই ছবিই এখন ভাইরাল। ভেসে গিয়েছে লাইক-কমেন্টের বন্যায়। কারণ, সত্তরের কোঠাতে এলেও যে ‘কুল দিদিমা’ হওয়া যায়, তনুজা সেই অনুপ্রেরণা।

Advertisement

[আরও পড়ুন: বাঙালি পরিচালকের হাত ধরে বলিউডে মুলায়ম সিংয়ের বায়োপিক, অজিত সিংয়ের চরিত্রে রণজয়]

জন্মদিনের কেক কাটার ভিডিও পোস্ট করার পাশাপাশি, তানিশা সুইমিং পুলের ধারে তাঁদের উল্লাসে মেতে ওঠার ছবিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে ও তাঁর বন্ধুদের দেখা গিয়েছে বিকিনিতে। মেয়ের জন্মদিনে বিকিনি পরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তনুজা, মেয়ে তানিশাও বেশ খুশি। লিখেছেন, ‘‘আমার জন্মদিন আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দরী মেয়েদের ধন্যবাদ।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

What a fun fun beginning to my birthday! Thank u @utropicanaresort_ for taking such good care of us ! #lovefeelingloved

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Thank u my gorgeous girls for taking off for my birthday !!! And for planning this lovely day for me @utropicanaresort_

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji) on

[আরও পড়ুন: মহিলাদের আত্মরক্ষার পাঠ দেবে ‘শক্তি’, নয়া প্রকল্প সাংসদ মিমি চক্রবর্তীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement