সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের করোনার (Corona Virus) থাবা। এবার কোভিড পজিটিভ (COVID) বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৭৯ বছরের তারকা।
এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রখ্যাত অভিনেত্রী জানান, শনিবার সকালে জ্বর আসে তাঁর। পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বাস দেন অভিনেত্রী। তিনি জানান, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। সময় মতো ওষুধ খাচ্ছেন। এখন শরীরে আর জ্বর নেই। শ্বাককষ্টের সমস্যাও নেই। নার্সিংহোমে ভরতি হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে নার্সিংহোমের সঙ্গে প্রাথমিক কথা বলা রয়েছে। যদি তেমন অসুস্থ বোধ করেন তবেই খবর দেবেন। এখন গুরুতর কোনও সমস্যা নেই বলেই জানান বর্ষীয়ান অভিনেত্রী।
১৯৫৮ সালে ‘ভানু পেলো লটারি’ (Bhanu Pelo Lottery) সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে সফর শুরু করেন লিলি চক্রবর্তী। তারপর ‘দেওয়া নেওয়া’, ‘এই করেছ ভালো’, ‘জনঅরণ্য’, ‘দুই পুরুষ’, ‘কলঙ্কিণী কঙ্কাবতী’র মতো বহু বাংলা সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ‘চুপকে চুপকে’, ‘এক দিন আচানক’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। এই বয়সেও ‘রাজকাহিনী’, ‘পোস্তো’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর মতো সিনেমায় অভিনয় করেন লিলি চক্রবর্তী। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দেব-পাওলি অভিনীত ‘সাঁঝবাতি’ (Sanjhbati ) সিনেমায়। কোয়েল মল্লিক অভিনীত এবং সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্তরহস্য’ ছবিতে সম্প্রতি অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী। এর আগে টলিউডে করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিৎ মল্লিক, রাজ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্যর মতো তারকারা। প্রত্যেকেই করোনা মুক্ত হয়েছেন। লিলি চক্রবর্তীরও সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.