Advertisement
Advertisement
Soumitra Chatterjee

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভরতি বেসরকারি হাসপাতালে

দুশ্চিন্তায় টলিউড। আরোগ্য কামনায় অনুরাগীরা।

Bangla news of CoronaVirus: Veteran Bengali Actor Soumitra Chatterjee COVID-19 positive| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 6, 2020 11:17 am
  • Updated:October 6, 2020 11:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (CoronaVirus) থাবা থেকে নিস্তার পেলেন না কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও (Soumitra Chatterjee)। মঙ্গলবার অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে।

শোনা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সেই কারণেই তাঁর কোভিড (COVID-19) পরীক্ষা করানো হয়েছিল। পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপরই তাঁকে বেলভিউতে নিয়ে গিয়ে ভরতি করা হয়। 

Advertisement

[আরও পড়ুন:সত্য ঘটনা অবলম্বনে তৈরি অক্ষয়ের স্পাই থ্রিলার ‘বেল বটম’, প্রকাশ্যে ছবির টিজার]

করোনা পরিস্থিতির মধ্যে কিছুদিন আগেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন প্রবাদপ্রতীম শিল্পী। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় নিজের পরিচালনায় নিজের জীবন নির্ভর সিনেমা ‘অভিযান’-এর (Abhijaan) শুটিং সম্পূর্ণ করেছিলেন। ছবিতে অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। বেশি বয়সের চরিত্রে সৌমিত্র নিজেও অভিনয় করেন।

টলিউডে করোনার থাবা নতুন নয়। এর আগে সপরিবারের করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল, তাঁর বাবা রঞ্জিৎ মল্লিক, স্বামী নিসপাল সিং রাণে এবং মা দীপা মল্লিক। ১০ জুলাই প্রত্যেকের করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোয়েল নিজে। ২ আগস্ট প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।  তাও সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। করোনার কারণেই এবছরের দুর্গা পুজোয় (Durga Puja 2020) মল্লিক বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বলে জানান কোয়েল।  কোয়েলের পরই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। রাজও করোনাকে জয় করেন। এবার ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর স্টুডিও পাড়াকে নতুন দুশ্চিন্তার মধ্যে ফেলল। প্রবাদপ্রতীম শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলি পাড়ার বাসিন্দারা।

[আরও পড়ুন: খুনই হয়েছেন সুশান্ত! AIIMS চিকিৎসকের গোপন অডিও ফাঁস হতেই তদন্তে নাটকীয় মোড়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement