Advertisement
Advertisement

প্রয়াত অভিনেতা চিন্ময় রায়, শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

Veteran Bengali Actor Chinmoy Roy Passes away on
Published by: Subhamay Mandal
  • Posted:March 18, 2019 1:26 am
  • Updated:March 18, 2019 1:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাত ১০.১৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গিয়েছে, নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে সল্টলেকে তাঁর শ্রাবণী আবাসনের বাড়িতে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেলুলয়েডের টেনিদাকে। কীভাবে পড়ে গিয়েছিলেন অভিনেতা, তা আজও রহস্য। কিন্ত এর পর থেকেই তাঁর শরীর ভেঙে পড়ে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৪০ সালে সাবেক পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্র জগতে ছয়ের দশকের শেষদিকে পা রাখেন তিনি। অচিরেই সে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। বহু সিনেমায় তাঁর কমেডি চরিত্রে অভিনয় আজও মনে রেখেছেন মানুষ। বড়পর্দায় তাঁর টেনিদা চরিত্রে অভিনয় আজও মানুষের মনে গাঁথা। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল, ‘বসন্ত বিলাপ’, ‘চারমূর্তি’, ‘গল্প হলেও সত্যি’, ‘ননীগোপালের বিয়ে’ ইত্যাদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement