Advertisement
Advertisement

Breaking News

অরুণ গুহঠাকুরতা

করোনার থাবা টলিউডে, প্রয়াত অভিনেতা অরুণ গুহঠাকুরতা

অভিনয়ের বাইরে বুদ্ধদেব দাশগুপ্তের অনেক ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন অরুণবাবু।

Veteran Actor Arun Guha Thakurata expired due to Corona Virus
Published by: Sandipta Bhanja
  • Posted:July 7, 2020 5:48 pm
  • Updated:July 7, 2020 11:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে জীবনাবসান টলিউডের খ্যাতনামা অভিনেতা অরুণ গুহঠাকুরতার। মঙ্গলবার বেলা পৌনে ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘শব্দ’, ‘চোলাই’, থেকে শুরু করে বিভিন্ন ভাল মানের ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে। ছোট চরিত্রে অভিনয় করলেও পর্দায় তাঁর উপস্থিতি নজর কেড়েছে বাঙালি দর্শকদের।

‘সিনেমাওয়ালা’ই বটে! দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি অরুণ গুহঠাকুরতাকে (Arun Guha Thakurata) বোধহয় বাংলা সিনে ইন্ডাস্ট্রির খ্যাতনামা সহকারী পরিচালক বললেও ভুল হবে না! সহকারী পরিচালক হিসেবে শেষ কাজ বুদ্ধদেব দাশগুপ্তের (Buddhadev Dasgupta) সঙ্গে ‘উড়োজাহাজ’ সিনেমায়। জীবনের অনেকটা সময়ে সিনেমার সেটে পরিচালক বুদ্ধদেববাবুর ছায়াসঙ্গী হিসেবেও কাটিয়েছেন তিনি। সেকথা বোধহয় ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই জানা। তবে, এত ভাল মানের কাজ জানা সত্ত্বেও আজীবন প্রচারের আড়ালেই রয়ে গিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখে শুটিং নিয়ে বড়সড় সিদ্ধান্ত আমির খানের!]

টলিপাড়ায় একটা সময় ডাক পরত, “সহকারী পরিচালক দরকার? অরুণদা রয়েছেন তো, ওনাকেই বলে দেখুন না!” বুদ্ধদেব দাশগুপ্তের বহু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি একাধিক খ্যাতনামা পরিচালকের সঙ্গেই কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। এবং ইন্ডাস্ট্রিতে সেরা সহকারী পরিচালক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন তিনি। শুধু তাই নয়, অনেক নবাগত পরিচালকও নাকি একটা সময়ে অরুণ গুহঠাকুরতার কাজের দক্ষতার জন্যই তাঁকে ছবির সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত করেছিলেন। ওনার হাত ধরেই সাফল্যের সিঁড়িতে পা রাখতে পেরেছেন বললেও ভুল হবে না বইকী!

উল্লেখ্য, অরুণ গুহঠাকুরতা জীবনের একটা সময় অসমেও কাটিয়েছেন। খুব ভাল অহমীয়া ভাষা জানতেন এবং বলতেও পারতেন। সেই সুবাদেই বেশ কিছু অহমীয়া এবং মণিপুরী ছবিতেও কাজ করেছেন বাংলা সিনেমার পাশাপাশি। তবে আক্ষেপ, এরকম একজন দক্ষ শিল্পী, শেষজীবন অবধি প্রচারের আড়ালেই রয়ে গেলেন। টলিউডের অনেকেই শোকবার্তা জ্ঞাপন করেছেন অরুণ গুহঠাকুরতার প্রয়াণে।

[আরও পড়ুন: প্রথম দিনেই বাজিমাত! মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড গড়ল সুশান্তের ‘দিল বেচারা’ ছবির ট্রেলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement