Advertisement
Advertisement

Breaking News

Varun Dhawan

সানিয়া মির্জাকে আপেল খাইয়ে বিপাকে বরুণ! অভিনেতাকে ধমক টেনিস তারকার মায়ের

শুক্রবার মুক্তি পেয়েছে বরুণের নতুন ছবি 'ভেড়িয়া'।

Varun Dhawan recalls the time he had a 'huge crush on Sania Mirza' and her mom scolded him | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 25, 2022 11:55 am
  • Updated:November 25, 2022 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিস সুন্দরী সানিয়া মির্জার প্রেমে হাবুডুবু খাননি এমন পুরুষ মানুষ খুঁজে পাওয়া বেশ দুস্কর। তবে এই তালিকায় যে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ছিলেন, তা জানা গেল সম্প্রতি। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের মাঝে সানিয়ার প্রতি তাঁর প্রেমের কথা জানালেন বরুণ নিজেই।

বরুণের কথায়, ”তখনও অভিনয় জীবন শুরু করিনি। একটা অ্যাড কোম্পানিতে চাকরি করি। সানিয়ার সঙ্গে একটা বিজ্ঞাপনের শুট চলছিল। আমাকে ৩০০ জোড়া জুতো আনতে বলা হয়েছিল। সঙ্গে সানিয়ার জন্য় একটা আপেল। আপেলটা এনে আমি সানিয়ার হাতে দিতে গেলেও, সানিয়ার মা আমাকে মুখ ঝামটা দেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য সানিয়াই এসে তাঁর মাকে পুরো ব্যাপারটা বলেছিল। সেই মুহূর্তটা আজও ভুলতে পারিনি।”

Advertisement

[আরও পড়ুন: ঐন্দ্রিলার মৃত্যুর পর সব্যসাচী অসুস্থ! ভাইরাল খবর নিয়ে মুখ খুললেন বন্ধু সৌরভ ]

Varun Dhawan deleted Pre Birth Day pic after troll

শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে বরুণের নতুন ছবি ‘ভেড়িয়া’। তার প্রচারেই মঙ্গলবার কলকাতায় এসেছিলেন বরুণ ধাওয়ান ও কৃতী স্যানন। সঙ্গে ছিলেন বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাম-ট্যাক্সিতে চড়ে, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে গিয়ে ছবির প্রচার করেন তিনজন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। বলিউড তারকাদের পাশে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মঙ্গলবারই ‘ভেড়িয়া’ টিমকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। মঙ্গলবার শেয়ার করলেন নাচের ভিডিও। এমনিতেই ভাল নাচেন বরুণ। প্রসেনজিতের দেখানো নাচের স্টেপ আয়ত্ত করতে তাঁর খুব একটা সময় লাগেনি। নাচের শেষে বরুণকে জড়িয়ে ধরেন প্রসেনজিৎ। ক্যাপশনে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

দীনেশ ভিজানের পরিচালনায় ‘ভেড়িয়া’ (Bhediya) ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এই জুটিই এর আগে রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ ছবি উপহার দিয়েছিল দর্শকদের। ছবিতে ভাস্করের ভূমিকায় অভিনয় করেছেন বরুণ। নেকড়ে কামড়ে যে ‘ইচ্ছাধারী ভেড়িয়া’য় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে মানুষ থেকে নেকড়ে হয়ে ওঠে ভাস্কর। এই অবস্থা থেকে রেহাই পেতে চায় সে। তাতে সাহায্য করে কৃতী স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কাবাক।

[আরও পড়ুন: চলতি বছরেই বিয়ে করছেন আথিয়া-রাহুল, জানেন কোথায় বসবে বিয়ের আসর?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement