Advertisement
Advertisement

Breaking News

দিনক্ষণ দেখে বরুণকন্যার গৃহপ্রবেশ, ‘ড্যাডি’ ধাওয়ানের কোলে খুদের তোয়ালে মোড়া ভিডিও ভাইরাল

বিয়ের তিনবছর পর বাবা হলেন বরুণ।

Varun Dhawan-Natasha Dalal take their newborn home from hospital
Published by: Akash Misra
  • Posted:June 7, 2024 2:09 pm
  • Updated:June 7, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সোমবারই কন্যাসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর শুক্রবার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ধাওয়ান ফ্যামিলিতে এন্ট্রি নিলেন বরুণ। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে তোয়ালে মুড়িয়ে ছোট্টকন্য়াকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন বরুণ ধাওয়ান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

Advertisement

সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন। এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।” সেই অপেক্ষায় যেন শেষ হল বরুণের।

[আরও পড়ুন: নিজের বাড়িতেই ক্ষতবিক্ষত মিমি! ছবি শেয়ার করে কাকে দুষলেন?]

বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।

[আরও পড়ুন: দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি টেনশনে রুক্মিণী? ৪ জুনের পরিকল্পনা জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement