Advertisement
Advertisement

Breaking News

Bhediya Trailer

নেকড়ে হয়ে বড়পর্দায় ফিরছেন বরুণ ধাওয়ান, ‘ভেড়িয়া’র ট্রেলারে ফিরল ‘জঙ্গল বুক’-এর স্মৃতি

২৫ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

Varun Dhawan, Kriti Sanon starrer Bhediya movie trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 19, 2022 3:10 pm
  • Updated:October 19, 2022 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যামিলি ড্রামা ‘যুগ যুগ জিও’ থেকে হরর কমেডি ‘ভেড়িয়া’। নেকড়ে সেজেই বড়পর্দায় ফিরছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। অভিনেতার সঙ্গে রয়েছেন কৃতী স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কাবাক। টিজার অগেই প্রকাশ্যে এসেছিল। বুধবার প্রকাশিত হল ছবির ট্রেলার। যা দেখলে ছোটবেলায় ‘জঙ্গল বুক’ কার্টুনের স্মৃতিও ফিরবে। ট্রেলারের একেবারে শেষে কার্টুনের বিখ্যাত গানটি ব্যবহার করা হয়েছে।

Bhediya-Varun-1

Advertisement

দীনেশ ভিজানের পরিচালনায় ‘ভেড়িয়া’ (Bhediya) ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এই জুটিই এর আগে রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ ছবি উপহার দিয়েছিল দর্শকদের। সেই একই মেজাজ ‘ভেড়িয়া’র ট্রেলারেও দেখা গিয়েছে। ছবিতে ভাস্করের ভূমিকায় অভিনয় করেছেন বরুণ। নেকড়ে কামড়ে যে ‘ইচ্ছাধারী ভেড়িয়া’য় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে মানুষ থেকে নেকড়ে হয়ে ওঠে ভাস্কর। এই অবস্থা থেকে রেহাই পেতে চায় সে। তাতে সাহায্য করে কৃতী স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কাবাক।

Bhediya-Varun-3

[আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে জামিন পেয়ে জেলে নেচেছিলেন রিয়া চক্রবর্তী! তথ্য ফাঁস করলেন আইনজীবী]

ট্রেলার দেখে মনে হচ্ছে, মশলায় ভরপুর এ ছবি। ছবির জন্য নিজের লুক পালটে ফেলেছেন কৃতী। ছোট চুলে দেখা যাচ্ছে তাঁকে। বরুণের চরিত্রের ছায়াসঙ্গী হিসেবেই রয়েছেন অভিনেত্রী। অরুণাচল প্রদেশে সিনেমার বেশ কিছু অংশের শুটিং হয়েছে। প্রায় দু’মাস সেখানে ছিলেন ছবির কলাকুশলীরা। শোনা গিয়েছে, ছবির প্রায় ৭০ শতাংশ অভিনেত্রী-অভিনেত্রীই অরুণাচলের বাসিন্দা। 

Bhediya-kriti-4

এই ছবির শুটিং চলাকালীনই অরুণাচল প্রদেশের তিরাপ ও লংডিংয়ের আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা। দু’জনে মিলে দুর্গতদের ১ লক্ষ টাকা দান করেছিলেন। ২০২১ সালের জুলাই মাসে ‘ভেড়িয়া’র শুটিং শেষ হয়। সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর। 

[আরও পড়ুন: ‘নো চাপ’! নাতির সঙ্গে জুটি বেঁধে ‘হামি ২’-র গানে বিন্দাস নাচ মদন মিত্রর, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement