সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় জোর গুঞ্জন। পরিচালক অরিন্দম শীল নাকি এবার বানাতে চলেছেন তপন সিনহা পরিচালিত জনপ্রিয় ছবি ‘ঝিন্দের বন্দি’র রিমেক। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায় অভিনীত এই ছবি ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ঝিন্দের বন্দি’। টলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেই ‘ঝিন্দের বন্দি’কেই ফের রুপোলি পর্দায় আনতে চলেছেন অরিন্দম।
টলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবিটি নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে। শোনা যাচ্ছে, টলিউডের এক নামকরা প্রযোজনা সংস্থার হাত ধরেই অরিন্দম শীল এই ছবিটি তৈরি করছেন। খবর রয়েছে, চিত্রনাট্যকর অরিজিৎ বিশ্বাস প্রাথমিকভাবে একটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ অরিন্দম ও ছবির টিম।
আপাতত, অরিন্দম ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’র প্রচারে। কোয়েল মল্লিক অভিনীত এই ছবিটি মুক্তি পাবে এবারের পুজোতেই। তাই আপাতত, নতুন ছবি নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না অরিন্দম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.