সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের প্রত্যেকটা রোমকূপ সতর্ক হয়ে উঠবে। পিঠ দিয়ে আচমকা ফল্গু ধারার মতো বয়ে যাবে ঠান্ডা স্রোত। চিল চিৎকারে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। ভূতের সিনেমা দেখে এমন ভয় পেতে পছন্দ করেন, তাহলে এ সুখবর আপনার জন্য। কারণ ১০ দিনের মধ্যে ১৩টি ভয়ংকর ভূতের সিনেমা দেখতে পারলেই দেওয়া হবে ৯৫ হাজার টাকা।
শোনা গিয়েছে, বিশেষ এই অফার দিচ্ছে ফিন্যান্স বাজ (FinanceBuzz) নামের এক কোম্পানি। যাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাঁদের ‘হরর মুভি হার্ট রেট অ্যানালিস্ট’। কী করতে হবে এঁদের? অক্টোবর মাসের ৯ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দেখে ফেলতে হবে ‘প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি’, ‘অ্যানাবেল’, ‘স’, ‘আ কোয়াইট প্লেস’, ‘ক্যান্ডিম্যান’, ‘সিনিস্টার’-এর মতো ১৩টি ভৌতিক সিনেমা। তা করতে পারলেই প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে ১৩০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯৫ হাজার টাকা।
৩১ অক্টোবর হ্যালোইন। সেই উপলক্ষ্যেই বিশেষ এই অফার দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার পক্ষ থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ১৩টি সিনেমার মধ্যে বেশি বাজেটের ছবি যেমন রাখা হয়েছে, তেমনই কম বাজেটের সিনেমা রাখায় হয়েছে। কোন ধরনের ছবিতে দর্শকরা বেশি ভয় পাচ্ছেন তাও দেখা হবে। এমনকী, প্রতিযোগীদের সিনেমা দেখার জন্য যা খরচ হবে তাও দিয়ে দেওয়া হবে।
আকর্ষণীয়, তাইনা! ভয়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে কী করতে হবে? ‘ফিন্যান্স বাজ’ সূত্রে যা জানা যাচ্ছে, তাতে ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। সমস্ত আবেদনপত্রের যাঁদের বাছা হবে তাঁদের ১ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে। ৪ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে একটি ফিটবিট। সেই ফিটবিটের মাধ্যমে হার্ট রেট মাপা হবে। সেই হিসেবে জয়ী প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। যিনি জিতবেন, তাঁকে মেইল মারফত জয়ের খবর জানিয়ে দেওয়া হবে। এবার এই প্রতিযোগিতায় আপনি অংশ গ্রহণ করতে পারবেন কিনা, তা আপনাকেই জেনে নিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.