Advertisement
Advertisement

Breaking News

Urvashi Rautela

স্নানঘরে পোশাক খুলছেন উর্বশী! ‘সস্তার প্রচার’, ২৩ সেকেন্ডের ভাইরাল ক্লিপ নিয়ে নিন্দার ঝড়

'টক অফ দ্য টাউন' উবর্শী রাওতেলা।

Urvashi Rautela Furious Over Leaked Bathroom Video!
Published by: Sandipta Bhanja
  • Posted:July 19, 2024 11:17 am
  • Updated:July 19, 2024 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের ধ্যান ভঙ্গ করতে না পারলেও সর্বদা নেটপাড়ার চর্চায় থাকেন উর্বশী রাওতেলা (Urvashi Rautela)! এবার আরও এক কারণে ‘টক অফ দ্য টাউন’ বলিউড সুন্দরী। স্নানঘরে তাঁর পোশাক খোলার ভিডিও ভাইরাল। ২৩ সেকেন্ডের এই ভিডিও কি আদৌ সত্যি না ডিপফেকের শিকার হয়েছেন উর্বশী? প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। সেই উত্তর অধরা থাকলেও আপাতত এই ভিডিও ক্লিপের জন্য জোর নিন্দা, সমালোচনার মুখে পড়তে হচ্ছে মডেল-অভিনেত্রীকে। নিন্দুকরা বলছেন, ‘সস্তার প্রচার’।

ঠিক কী রয়েছে ওই ভিডিওতে? দেখা যাচ্ছে সাদামাটা পোশাকে স্নানঘরে প্রবেশ করলেন উর্বশী। পরনে সালোয়ার কামিজ। দরজা বন্ধ করার রপরই তোয়ালে রেখে পোশাক বদলাতে দেখা যায় তাঁকে। আর সেখানেই বন্ধ হয়ে যায় ভিডিও। কিন্তু এই একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কীভাবে ফাঁস হল? সেই প্রশ্নে জেরবার মডেল-অভিনেত্রী। শেষমেশ সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে বাধ্য হয়েছেন উর্বশী রাওতেলা। এমন ভিডিও ভাইরাল হওয়ায় বেজায় হতাশা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়! সেইসঙ্গে প্রশ্নও ছুঁড়েছেন- ‘এইসব ভিডিও কী করে ফাঁস হচ্ছে?’ গোপনীয়তা ভঙ্গ হওয়ায় চটে গিয়েছেন উর্বশী। অতঃপর এই ভিডিও যে ডিপফেক নয়, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। আর মডেল-অভিনেত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার পরই সোশাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড় তাঁকে নিয়ে। কারও মন্তব্য, ‘এটা সস্তার প্রচার।’ কেউ বা আবার ‘উর্বশীর পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না। কারও মন্তব্য, ‘লাইমলাইটে থাকতে নিজেকে নিয়ে এমন সস্তার প্রচার!’ যদিও কটাক্ষের মুখে পড়ে এখনও পর্যন্ত আর কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। তবে ২৩ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিও নিয়ে আপাতত নেটপাড়ায় কাটাছেঁড়ার অন্ত নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজনীতিবিদরা কি ফুচকা বিক্রি করবে?’, শঙ্করাচার্যকে কটাক্ষ কঙ্গনার]

দিন কয়েক আগেই দক্ষিণী সিনেমার শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল উর্বশী রাওতেলাকে। কীভাবে ঘটে এই ঘটনা? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর আসন্ন সিনেমা ‘NBK 109’-এর শুটিং চলাকালীনই এমন বিপদের মুখে পড়েন তিনি। হায়দরাবাদে এই শুটিং হচ্ছিল। একটি অ্যাকশন দৃশ্য শুটের সময় দুর্ঘটনাটি ঘটে। চোট পান উর্বশী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ (Singh Saab the Great) সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন। তার পরবর্তী কেরিয়ারে হিটের সংখ্যা খুব একটা না থাকলেও সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী।

[আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া! হাসপাতালে জাহ্নবী কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement