Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

OMG! বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে এ কেমন পোশাক পরলেন উরফি

নিজেই শেয়ার করেছেন ভিডিও।

Urfi Javed wears dress made out of tree bark | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 20, 2023 9:15 pm
  • Updated:May 20, 2023 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব পোশাকের জেরে নিত্যদিনই খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। এবার এমন পোশাক পরলেন যার জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ দিতে হল।

Urfi

Advertisement

শনিবার একটি ভিডিও আপলোড করেন উরফি। সেখানে প্রথমে তাঁকে একটি গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরই গাছের ছাল পরে ক্যামেরার সামনে পোজ দেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। আর ক্যাপশনে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে লেখেন, “এই পোশাকটি তৈরি করতে কোনও গাছের ক্ষতি করা হয়নি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: ‘অতি জঘন্য, কেঁদে ফেলেছি!’ অরিজিতের গলায় ‘আজ ফির তুম পে’-র রিমিক্সে ক্ষোভ অনুরাধার]

উল্লেখ্য, নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। তারকারাও উরফিকে নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। রণবীর কাপুরের উরফির অদ্ভূত পোশাক একেবারেই পছন্দ নয়। এদিকে করিনা কাপুর আবার উরফিকে সাহসী ফ্যাশন আইকন মনে করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

অবশ্য, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ নিয়ে উরফি কখনও মাথা ঘামাননি। তিনি এভাবেই নানা ধরনের আজব পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। আর তা দেখে তাজ্জব হয়ে যান নেটিজেনরা। কেউ উরফির প্রশংসা করেন, কেউ করেন নিন্দা। তবে ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন।

[আরও পড়ুন: বিদেশি প্রেমিকের সঙ্গে মেয়ের বাগদান, বেজায় খুশি অনুরাগ কশ্যপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement