Advertisement
Advertisement
Urfi Javed

‘আমাকে গ্রেপ্তার করে দেখান!’ বিজেপি নেত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উরফি

কী বললেন উরফি?

Urfi javed uorfi lashes out at politician chitra wagh| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 2, 2023 5:13 pm
  • Updated:January 2, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরফিকে নিয়ে বিতর্ক, সমালোচনা যাই চলুক না কেন, উরফি কিন্তু এ ব্যাপারে বিন্দাস। সোশ্য়াল মিডিয়ায় চলা তাঁকে নিয়ে নানা হাসি ঠাট্টাকে একেবারে পাত্তাই দেন না সুন্দরী। তবে এবার চুপ থাকতে পারলেন না। মুখ খুললেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। তবে শুধুই অভিযোগ নয়, উরফিকে গ্রেপ্তারির দাবিও তোলেন। বিজেপি নেত্রীর এই দাবির বিরুদ্ধেই এবার কড়া জবাব দিলেন উরফি।

Advertisement

সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উরফি লিখলেন,”আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তাঁরা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: বছরের শুরুতেই ঘরে এল নতুন সদস্য, ভিডিও শেয়ার করে আলাপ করালেন প্রসেনজিৎ]

উরফির কথায়, ”দেশের নেতাদের কোনও কাজ নেই। এরাঁ খুবই বোকা মানুষ। পুরোটাই প্রচারের জন্য আমাকে আক্রমণ করেছে এই নেত্রী।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

আজব ফ্যাশনের জন্য যে উরফি নজর কেড়ে নেন সবার, সেই ফ্যাশনের চোটেই এবার ক্ষেপে গেলেন মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ। একটি টুইট করে চিত্রা জানান, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।”

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: নখ দিয়ে স্তন ঢাকলেন উরফি! ‘সবচেয়ে দৃষ্টিকটূ ও লজ্জাজনক’, দাবি খোদ অভিনেত্রীরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement