Advertisement
Advertisement

Breaking News

urfi javed

ছোট পোশাক পরায় বাড়ি ভাড়া দিচ্ছেন না মুসলিমরা, আশ্রয় নেই হিন্দু বাড়িতেও! বিপাকে উরফি

সোশ্যাল মিডিয়ায় দুঃখের কথা শেয়ার করলেন উরফি।

Urfi Javed struggles to find a rented apartment in Mumbai | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 25, 2023 4:48 pm
  • Updated:January 25, 2023 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন সোশ্য়াল মিডিয়ার সেনশেসন উরফি জাভেদ। না, নতুন কোনও পোশাকের জন্য নয়। বরং মুম্বইয়ে নতুন বাড়ি খুঁজতে গিয়ে বিপাকে পড়েছেন উরফি। খবর অনুযায়ী, কেউ নাকি তাঁকে বাড়ি দিতে চাইছে না! আর এর নেপথ্যে মোটেই উরফির পোশাক নেই। রয়েছে তাঁর ধর্ম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনটিই লিখলেন উরফি জাভেদ।

উরফি লিখলেন, ‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাঁদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্যে।’’

Advertisement

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য খবরের শিরোনামে থাকেন উরফি (Urfi Javed)। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত হয়েছিল। ভিডিও বার্তায় উরফির পোশাক পরার ধরন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রা ওয়াগ। “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে”, এমনটাই লিখেছিলেন তিনি।

[আরও পড়ুন: ‘পাঠানে’র প্রেক্ষাগৃহেই প্রকাশ্যে সলমনের নয়া ছবির টিজার, সিনেমাহল জুড়ে শিশ-হাততালি!]

বিজেপি নেত্রীকে পালটা খোঁচা দিতে ছাড়েননি উরফি। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, “এখনও অনেকটা শোধরানো বাকি রয়েছে। দুঃখিত চিত্রা ওয়াগজি।” পরে আবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সম্পর্কে কিছু লেখা কতটা বিপজ্জনক তা জানিয়েছিলেন উরফি। নিজের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

তবে এবার খবর, চিত্রা ওয়াগের বিরুদ্ধে শুক্রবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন উরফির আইনজীবী নীতিন সতপুতে। আর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নীতিন জানিয়েছেন, এই অভিযোগ তিনি মহিলা কমিশনকেও মেল করেছেন। কমিশনের চেয়ারপার্স রূপা চাকানকারের সঙ্গে দেখা করেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: দেশজুড়ে মুক্তি পেল ‘পাঠান’, তার আগেই অনলাইনে ফাঁস শাহরুখের কামব্যাক ছবি! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement