সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রামজন্মভূমিকে হাতিয়ার করে লোকসভায় ভোটবাক্স ভরানোর রণকৌশলী সাজিয়েছিল বিজেপি, সেই ফৈজবাদেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি! কেন রামনগরীতে হারল বিজেপি? তা নিয়ে কাটাছেঁড়া চলছে নিরন্তর। অযোধ্যায় এই হার অনেকেই হজম করতে পারেননি। সেই পরাজয়ের আর্তনাদের মাঝেই অযোধ্যাবাসীকে ‘বিশ্বাসঘাতক ‘ বলে তোপ দেগেছিলেন ‘লক্ষ্মণ’। এবার সেই সুনীল লহরীকেই (Sunil Lahri) গণতন্ত্রের পাঠ পড়ালেন ‘সংস্কারি’ উরফি জাভেদ (Urfi Javed)।
নেটদুনিয়ায় খোলামেলা, অদ্ভূতদর্শন পোশাকের জন্য ট্রেন্ডিং হলেও উরফি জাভেদের রাজনৈতিক সচেতনতা নিয়ে এবার প্রশংসার বন্যা। এর আগেও গতবছর দিল্লির রাজপথে কুস্তিগিরদের হেনস্তা করার প্রতিবাদে বিজেপির আইটি সেলকে যেভাবে ‘সবক’ শিখিয়েছিলেন তিনি, তাতে নেটপাড়া তাঁকে ধন্যবাদ জানিয়েছিল। এবার অযোধ্যায় বিজেপির হার নিয়েও মুখ খুললেন উরফি। আর শুধু রাজনৈতিক দর্শন আউড়েই ক্ষান্ত থাকলেন না, বরং সুনীল লহরীকেও পালটা দিলেন রামনগরীর বাসিন্দাদের আক্রমণ করার জন্য।
রামজন্মভূমিতে পদ্ম ফোটাতে না পারায় বিজেপির ব্যর্থতা নিয়ে গোটা দেশে চর্চার অন্ত নেই। বিরোধী শিবির তো বটেই, এমনকী দেশের বুদ্ধিজীবীমহলও চর্চায় মশগুল। সেই সুরেই সুর মিলিয়েই ‘লক্ষ্মণ’ বলেছেন, “আমরা ভুলে যাচ্ছি যে, এই সেই অযোধ্যাবাসী, যারা বনবাস থেকে ফেরার পর মা সীতার উপর সন্দেহ প্রকাশ করেছিল। যে ঈশ্বরকে অবধি অগ্রাহ্য করে, তাকে কী বলা হয়? স্বার্থপর। ইতিহাস সাক্ষী রয়েছে যে, অযোধ্যা বারবার তাদের রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আসছে। লজ্জার!” ‘রামায়ণ’ অভিনেতার সংযোজন , “অযোধ্যাবাসী আপনারা মা সীতাকেও ছাড়েননি। আমি হতবাক নই যে, আপনারা সেই মানুষটাকে অবধি ফিরিয়ে দিয়েছেন, যিনি রামলালাকে ছোট্ট তাবু থেকে বের করে প্রাসাদোপম মন্দিরে বসালেন। গোটা দেশ আর কোনওদিন আপনাদের দিকে সম্মানের চোখে তাকাবে না।” সুনীল লহরীর এহেন আক্রমণাত্মক পোস্টের পালটা উরফি জাভেদের মন্তব্য, “এটাকে স্বার্থপরতা নয়, এটাকেই গণতন্ত্র বলা হয়।”
মডেল, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রশংসায় পঞ্চমুখ সকলে। রামলালার মন্দির প্রতিষ্ঠার দিনও নিজের বাড়িতে যজ্ঞ করে পুজো দিয়েছিলেন উরফি। উরফিকে নিয়ে বিতর্ক, সমালোচনা যাই চলুক না কেন, উরফি কিন্তু এ ব্যাপারে বিন্দাস! গতবছরই সাহসী পোশাকের জন্য গেরুয়া শিবিরের কটাক্ষের শিকার হয়েছিলেন। উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। একটি টুইট করে চিত্রা জানান, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।” পালটা তিনিও চ্যালেঞ্জ ছোঁড়েন- “গ্রেপ্তার করে দেখান আমাকে।” সেই থেকেই বিজেপির প্রতি বৈরাগ্য উরফির। তবে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন নিজের বাড়িতে মর্যাদা পুরষোত্তমের জন্য হোমযজ্ঞ করেছিলেন উরফি জাভেদ। এবার সেই অযোধ্যানগরীর পাশে দাঁড়িয়ে পালটা দিলেন ‘লক্ষ্মণ’ সুনীলকে।
পদ্মপ্রার্থী লালু সিং সাড়ে ৫৪ হাজার ভোটে পরাজিত হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমারের কাছে। বুধবার অযোধ্যা কেন্দ্রের ভোটের ফল নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন সুনীল লহরী। রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময়ে ‘রাম’ অরুণ গোভিল এবং ‘সীতা’ দীপিকা চিখলিয়ার সঙ্গে হাজির থাকলেও তাঁর ‘খিদমত’ নিয়ে অভিযোগ তুলেছিলেন সুনীল। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে দেরিতে আমন্ত্রণ পাওয়ায় বিজেপিকেও নিশানা করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ‘লক্ষ্মণ’ই কিনা এবার বিজেপির হারে ১৮০ ডিগ্রি ঘুরে গেরুয়া শিবিরের স্তুতি করছেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.